April 20, 2025 | Sunday | 9:51 AM

পাচারের আগে ইটের আড়ালে লক্ষাধিক টাকার অবৈধ বিদেশী মদ পুলিশের জালে। গ্রেপ্তার গাড়ির চালক

0

TODAYS বাংলা: হোলির প্রাক মুহুর্তে বিহারে পাচারের আগে লক্ষাধিক টাকার মদ আটক করল এনজেপি থানার পুলিশ।অরুনাচল প্রদেশ থেকে বক্সিরহাট হয়ে ট্রাকে গোপন চেম্বার বানিয়ে মদ গুলি বিহারে পাচার করছিল বলে পুলিশ সূত্রে জানা যায় । গোপন সুত্রে খবরের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ জানতে পারি যে,অরুনাচল প্রদেশ থেকে JH09AX4708 নম্বরের একটি ফুলপাঞ্জা ট্রাকে মদ নিয়ে মুখ্য রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে।তক্ষনাৎ পুলিশ ওই অঞ্চলের স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে ওই ট্রাকটিকে আটক করে।আটক ট্রাকটির মধ্যে থেকে একজন ড্রাইভার এবং দুজন খালাসী এবং ওই অঞ্চলের দুজন হেল্পারকে আটক করে।জেরার মুখে তারা জানিয়েছে তারা ওই ট্রাকটিকে নিয়ে বিহার বর্ডারের উদ্দেশ্যে রওয়ানা দেবার জন্য প্রসতুতি নিচ্ছিল।তারা আরো জানিয়েছে তারা এর আগেও অনেকবার বিহার বর্ডার দিয়ে বাইরে মদ পাচার করে এসেছে।এবং তারা এই মদ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে এসেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *