পুলিশের মোবাইলের ফেরত
TODAYS বাংলা: শুক্রবারের সকাল। অন্য সাধারণ দিনের মতই সূর্য উঠেছে পূর্ব দিকে। বেলা বাড়তে কোলাহলও শুরু নগরে। প্রতিদিনের মতই খেজুর গাছে উঠে রস সংগ্রহ করছে বাপি ঠাকুরেরা। তবে এই দিনটা অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা হাওড়ার বাঁকড়ার ষোলো জন মানুষের কাছে। কারন এখন নিত্যদিনের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে মোবাইল ফোন। এই ষোলো জন তাঁদের জীবনের অন্যতম প্রয়োজনীয় জিনিস মোবাইল ফোন ফিরে পেলেন।
সৌজন্যে হাওড়া সিটি পুলিশের ডোমজুড় থানার বাঁকড়া পুলিশ ফাঁড়ি। শুক্রবার বাঁকড়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে বাঁকড়া আউট পোস্টে ঠিকানা পেল ষোলজনের উদ্বিগ্ন মন। এদিন ষোলো জন হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফেরত পেলেন এখানে। পুলিশ প্রকৃক মোবাইলের মালিকদের সমস্ত দিক খতিয়ে দেখে ফিরিয়ে দিলেন। সেই সমস্ত মোবাইলের মালিকরা প্রচন্ড খুশি তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পাবার জন্য। সেই সঙ্গে তাঁরা বাঁকড়া পুলিশ ফাঁড়ির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন বাঁকড়া পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার অংশুমান চক্রবর্তী সহ সকলকে।