করোনার নয়া ভ্যারিয়েন্টঃ কপালে চিন্তার ছাপ বিশেষজ্ঞদের!
TODAYS বাংলাঃ ২০১৯ থেকে ২২ পর্যন্ত করোনায় সকলকে কাবু করে রেখেছে তাতে দেশে মানুষের সাধারণ জীবনযাপনে ব্যাঘাত ঘটেছে। আমাদের চলার জীবনেই সঙ্গীসাথে হয়ে রয়েছে করোনা। ইতিমধ্যে আমরা সকলেই জানি যে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রণ কিন্তু বেশ শক্তিশালী এর কাছে হার মেনেছে ডেল্টাও। ছড়িয়ে পড়ার প্রবণতা সবচেয়ে বেশি ক্ষতি কম হলেও এক একটি মানুষ আক্রান্ত হচ্ছে। ওমিক্রনিক বর্তমানে করোনা একদম সাধারন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সারাবিশ্ব যেখানে লড়াই করছে সেখানে মাথায় হাত পড়েছে বিশেষজ্ঞদের ওমিক্রণের ভয় কাটতে না কাটতেই নয়া ভ্যারিয়েন্ট এসে জ্বালিয়ে বসল।
ওমিক্রন আতঙ্কের মাঝে গোটা বিশ্বে স্তম্ভিত। এবার সন্ধান পাওয়া গেল ওমিক্রন এর উপপ্রজাতির। বিশেষজ্ঞরা নাম দিয়েছেন চোরা ওমিক্রন। শুধুমাত্র জিনাম সিকোয়েন্স এ ধরা যাবে এই ভাইরাসটিকে । rt-pcr টেস্টে এই উপপ্রজাতির হদিশ পাওয়া যাবে না। রীতিমতো কপালে ভাঁজ পড়ে গেছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইতিমধ্যে ইউরোপের দেশ গুলিতে ছড়িয়ে পড়েছে এই নতুন উপপ্রজাতি। এই ভাইরাসটি আরএনএ ভাইরাস সেই কারণে এর মিউটেশন ক্ষমতা অনেকটাই বেশি। এই নতুন উপপ্রজাতি কে নিয়ে গবেষণা শুরু করেছেন বিশেষজ্ঞরা।