বিতর্কে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার
বিতর্ক শিলিগুড়ির 16নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার সূজয় ঘটককে নিয়ে।গত পরশু তার ওয়ার্ডে তার হয়ে প্রচারে এসেছিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএম প্রার্থী আশোক ভট্টাচার্য।আর এতেই তার ওয়ার্ডে বেজায় চটে গেছেন তার ওয়ার্ডের কংগ্রেস কর্মীরা।কংগ্রেস কর্মীরা জানিয়েছেন তাদের ওয়ার্ডে তাদের ধরে রাখা সুনাম নষ্ট করে দিয়েছেন তাদের প্রার্থী নিজেই।কেন তাদেরকে না জানিয়ে এই কাজ করা হল এর জবাব চাইবেন তারা।
এতে শুধুমাত্র তাদের ওয়ার্ডে তাদের মনোভাব ক্ষুণ্ণ হয়ে নি তাই নয় পাড়ার লোকজনও তাদের কথা শোনাতে ছাড়ছেন না।আর এতে সুবিধা পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপী।তাদের সমর্থকেরাও বাড়ি বাড়ি গিয়ে আমাদের বিরুদ্ধে প্রচার করছেন তাই নয় প্রচারের সুবিধা পেয়ে যাচ্ছেন।আর এবারে ফল উলটো হলে তাদের আর কিছু বলার থাকবে না।এদিকে এই বিষয়ে সুজয় ঘটককে জিঞ্জাসা করা হলে তিনি কোন কথা বলতে চান নি।