এলাকা পরিদর্শনে গিয়ে জনসাধারনের বিক্ষোভের মুখে পড়লেন শিলিগুড়ি তেরো নং ওয়ার্ডের কাউন্সিলার
TODAYS বাংলা: এলাকা পরিদর্শনে গিয়ে জনসাধারনের বিক্ষোভের মুখে পড়লেন শিলিগুড়ি তেরো নং ওয়ার্ডের কাউন্সিলার এবং জঞ্জাল বিভাগের এম আই সি মানিক দে।আজ তিনি শিলিগুড়ির 41নং ওয়ার্ডে পরিদর্শনে গেলে এলাকার লোকজন তাকে ঘিরে বিক্ষোভ দেখান।মানুষেরা জানান জেতবার পরে কোন কাজই হচ্ছে না ওয়ার্ডে। ড্রেনের অবস্থা শোচনীয়,মশায় এলাকা ভরে যায় সন্ধ্যা হলেই।

সপ্তাহে একবার এলাকাতে ধোয়া দেওয়া হয়। মাঝে মাঝে সারাদিনই আবর্জনা পড়ে থাকে।তাদের দাবী জঞ্জাল বিভাগের এম আই সিকে অবিলম্বে ওয়ার্ডে দুটো জায়গা ঠিক করা হোক,যেখানে ওয়ার্ডের মানুষ এসে আবর্জনা ফেলতে পারেন।এম আই সি জানান তিনি চেষ্টা করছেন,তিনি এই ব্যাপারটি নিয়ে মেয়রের সাথে আলোচনা করবেন।ওয়ার্ডের বাসিন্দারা আরো জানান ওয়ার্ডে ময়লা ফেলার জায়গায় অন্য ওয়ার্ড থেকে এসে মানুষ ময়লা ফেলে দিয়ে যান। এম আই সি মানিক দে গোটা ব্যাপারটি সমাধান করবেন বলে শান্ত করেন এবং ভবিষ্যতে যাতে এরকম না হয় তিনি তা দেখবেন।