ঊর্ধ্বমুখী করোনা চিত্র
নিজস্ব সংবাদদাতা : রাজ্য তথা দেশে বেড়েই চলেছে করোনার গ্রাফ তবুও সচেতন হচ্ছে না রাজ্যবাসী তথা দেশবাসীর প্রতি দিনের সাধারণ জীবন যাপনের মতোই জীবন-যাপনকরছেন প্রত্যেকেই রাস্তায় বেরোলে দেখা যাচ্ছে সেই অবশ্যম্ভাবী ভিড় এবং মানুষের কোলাহল প্রতিদিনের চিত্র দেখে বিন্দুমাত্রও মনে হচ্ছে না করোনা এখনো পর্যন্ত রয়েছে । সকলেই নির্দ্বিধায় মাস্ক ছাড়াই বেরোচ্ছেন বাড়ির বাইরে এবং তার সাথে প্রত্যেকে সাধারণের মতো জীবন যাপন করছে না রয়েছে তাদের হাতে কোন স্যানিটাইজার রয়েছে কারো মুখে মাস্ক এর পাশাপাশি দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ জন। ওমিক্রন আতঙ্কে আতঙ্কিত সমস্ত দেশ। আগে থেকে প্রায় ৩৫ হাজার বেশি মানুষ আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। করোনার তৃতীয় ঢেউয়ে প্রথমবার দৈনিক আক্রান্ত পেরিয়ে গেল ৩ লক্ষের গণ্ডি। সেই সঙ্গে হু হু করে বাড়ছে অ্যাকটিভ কেস এবং পজিটিভিটি রেটও।
বিশেষজ্ঞদের মতে মার্চের প্রথম সপ্তাহে দেশে করোনা এন্ডেমিকের রূপ নেবে। দেশের পটিজিভিটি রেট ফের বেড়ে হয়েছে ১৬.৪১ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১৬.০৬ শতাংশ। এখনও পর্যন্ত দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৯ হাজার ২৮৭ জন। মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৭ হাজার ৬৯৩ জন। বিশেষজ্ঞদের চিন্তার কারণ লাগাতার যেভাবে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে তাতে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার উপর দ্বিতীয় ঢেউয়ের মতো সংকট তৈরি হতে পারে। এই সংকটের থেকে রেহাই পেতে মানুষকে হতে হবে আরও সচেতন এবং ক্রিয়া-কলাপে নিয়ে আসতে হবে কিছু পরিবর্তন কারণ প্রত্যেকের মাথায় রাখতে হবে এই করুণা রোগের ভ্যারিয়েন্ট কিন্তু মারাত্মক না হলেও ছড়াচ্ছে খুবই দ্রুত এবং এর ফলে আক্রান্ত হতে পারে খুদে থেকে বৃদ্ধরা এবং তার সাথে এও মাথায় রাখতে হবে এখনো পর্যন্ত কিন্তু খুদেদের কোনরকম টিকাকরণ হয়নি তাই প্রত্যেকটি পদক্ষেপ নিতে হবে সাবধান সতর্কতায়।