বামফ্রন্টের সাংবাদিক বৈঠক কান্দি সিপিআইএম কার্যালয়ে
TODAYS বাংলা: পৌর নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করলেন বামফ্রন্ট নেতৃত্ব রবিবার কান্দি সিপিএই কার্যালয়ে। এদিন বামফ্রন্ট নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে জানান পৌর নির্বাচনের তারা কান্দি পৌরসভার 18 টা ওয়ার্ডের মধ্যে 12 টা ওয়ার্ডে বামফ্রন্ট গতভাবে লড়াই করছেন যার মধ্যে কান্দি পৌরসভা সিপিএই 6 টা ওয়ার্ড, সিপিআইএম 5 টা ওয়ার্ড ও এসইউসিআই 1 টা ওয়ার্ডে লড়াই করছে, কান্দি পৌরসভার বাকি যেই ওয়ার্ড গুলিকে তারা প্রার্থী দিতে পারেননি সেখানে যারা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন নির্দল প্রার্থী রয়েছেন তাদের সমর্থন করছেন বামফ্রন্টগত ভাবে বামফ্রন্ট নেতৃত্ব। তবে আসন্ন পৌর নির্বাচনে সাধারণ মানুষের সমর্থনের আসা এবং শাসক দলের একাধিক দুর্নীতিকে হাতিয়ার করে তারা বামফ্রন্টগত ভাবে লড়াইয়ের ময়দানে নামবেন। এদিনের এই সাংবাদিক বৈঠকে সিপিএই লোকাল কমিটির সম্পাদক মোস্তফা রহমান ও সিপিএই মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ফুলু মিলিয়া সাংবাদিক বৈঠক করেন এবং বামফ্রন্টকে কান্দি পৌরসভায় জেতানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন।
মুর্শিদাবাদরক্তিম সিদ্ধান্ত (১৩.০২.২০২২রবিবার