গৃহ শিক্ষিকার পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসাবে পথ চলা সৃজনীর
TODAYS বাংলা, শ্রেয়া দাস: মেকআপ আর্টিস্ট হিসাবে সৃজনীর পথ চলা শুরু ২০২১ থেকে। খুব কম সময়ের মধ্যেই নিজের পরিচিতি গড়ে তুলেছে সে। পছন্দের বিষয় বলতে গান শোনা আর সাথে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলা।


শুধু নিজেকেই নয় অপরকেও সাজাতেও সে ভীষণই ভালোবাসে। সেইজন্যই তার এই প্রফেশনে আসা। সৃজনীকে খুব একটা স্ট্রাগল করতে হয়নি কারণ তার পরিবার, মা সকলেই খুব সাপোর্ট করেছেন। তার এই পথে এগিয়ে যেতে সাহায্য করেছেন। পেশায় একজন গৃহ শিক্ষিকা সাথে মেকআপ আর্টিস্ট।


TODAYS বাংলার ম্যাগাজিন শুটে মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করে ভীষণ ভালো লেগেছে তার আগামীতে আরও কাজ করতে চান। TODAYS বাংলার পক্ষ থেকে তাকে জানাই অনেক শুভেচ্ছা।
