সুরনন্দন ভারতীর প্রতিষ্ঠা দিবসে সাংস্কৃতিক সন্ধ্যা
TODAYS বাংলা:
ভারতীয় সংগীত জগতে ‘সুরনন্দন ভারতী’ নতুন প্রতিভা বিকাশে কাজ করে চলেছে। ফেসবুক লাইভ ও ইউটিউবের মাধ্যমে বহু শিল্পীপ্রতিভার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। এমন ৯ই জুলাই যাদবপুর ইন্দুমতী সভাগৃহে সুরনন্দন ভারতীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন জবা মুখোপাধ্যায়, ইন্দ্রানী চক্রবর্তী, শুভ্রপর্ণা বিশ্বাস, অনামিকা সরকার, সংগীতা প্রামানিক এবং গণদীপ বিশ্বাস। তলায় সঙ্গীত করেন সমীর রায় চৌধুরী ও দেবাশীষ দাস।

নৃত্যে সুকৃতি রানী নট্ট অনবদ্য। আবৃত্তি পরিবেশন করেন দেবাঞ্জন মুখোপাধ্যায়, মানস ঘোষ এবং সীমন্তিকা ভট্টাচার্য্য।চিত্রশিল্পী সুব্রত পাল লোকগান-এর সঙ্গে সুন্দর ছবি অঙ্কন করেন। চিত্র সাংবাদিক সৌরভ দত্ত-র হাতে “নন্দনশ্রী” সম্মান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ভবানীশঙ্কর দাসগুপ্ত ও সর্বভারতীয় সম্পাদক ঋতীশ রঞ্জন চক্রবর্তী।
সুরনন্দন ভারতীর সপ্তম ও অষ্টম বর্ষের ছাত্র-ছাত্রীদের মঞ্চ প্রদর্শন হয়। বিচারকের আসনে ছিলেন নৃত্যশিল্পী আদ্যা চৌধুরী, নৃত্যশিল্পী স্নুহি চৌধুরী এবং সরোদশিল্পী অম্লান দত্ত।