দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির এবারের থিম “তাপাতঙ্ক “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-

পুজো কমিটির নাম : দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি
১) আপনাদের দুর্গা পুজো কতদিনের ?
উঃ 62 তম বর্ষ
২) এবারের থিম কি?
উঃ তাপাতঙ্ক

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয়?
উঃ 3 মাস আগে থেকে
৪) থিমের ভাবনার কারণ?
উঃ ধূমপানে আসক্ত মানুষদের উদ্দেশ্য আমাদের এই মণ্ডপ ,আমাদের যুব সমাজ কে সচেতন করা যে ধূমপান আমাদের স্বাস্থের পক্ষে কতটা ক্ষতিকারক এবং আমাদের খুব পরিষ্কার উদ্দেশ্য তামাকজাত দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক।

