দার্জিলিং জেলা বিজেপীর তরফ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হল গোটা শিলিগুড়ি জুড়ে
TODAYS বাংলা: আজ শিলিগুড়িতে দার্জিলিং জেলা বিজেপীর তরফ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হল গোটা শিলিগুড়ি জুড়ে। রাজ্য বিজেপীর তরফ থেকে শিলিগুড়ির সমস্ত রিষ্কাচালক এবং টোটোওয়ালাদের হাতে রাখি পড়িয়ে তাদের জন্য দুপুরে মাংশভাত খাওয়ানোর ব্যাবস্থা করা হয়।জেলা বিজেপীর তরফ থেকে বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চ্যাটার্জী উপস্থিত ছিলেন।

এদিন বিজেপীর সমর্থকেরা রাখি পড়ানোর সাথে সাথে গুড় বাতাশা খাওয়ান।গোটা শিলিগুড়ি জুড়ে আজ 15ই আগষ্ট রাখি বন্ধন উৎসব পালন করছে বিজেপী এদিন তার সাথে রাখিবন্ধন এবং অনুব্রতর গ্রেপ্তারে উল্লাস প্রকাশ করে বিজেপী। রাখি পড়িয়ে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ছোট ছোট পতাকা এবং খাবার। এদিন বিধায়ক শঙ্কর ঘোষ জানান আমরা চাই অপরাধীদের শাস্তি হোক।যারা শিক্ষিত ছেলেমেয়েদের বঞ্চিত করছে তাদের চরম শাস্তি হওয়া দরকার।শিক্ষিত ছেলেমেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তৃণমূল সরকার এর ফল তো তাদের ভোগ করতেই হবে।