April 20, 2025 | Sunday | 8:41 AM

বাগডোগরার শান্তিকুঞ্জে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ

0

TODAYS বাংলা: বাগডোগরার শান্তিকুঞ্জে ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।তিনি আজ 25/119নং এ গিয়ে ভোট দেন।তিনি জানান এবারে শিলিগুড়ি মহকুমা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে আসবে।কারন এখন বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে মানুষ অনুপ্রানিত হয়েছেন।

বিজেপী এবং সিপিএমের কার্যকলাপে মানুষ হতাশ।তাই তাদের প্রথম এবং শেষ পছন্দ তৃণমূল কংগ্রেস।এবারের মহকুমা পরিষদের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হবে।কারন বিরোধীরাও মেনে নিয়েছে এই সরকারের আমলে তারাও সুরক্ষিত। মানুষ সকাল থেকে এসে লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন।তাই মানুষের নিরাপত্তার ভার তৃণমূল কংগ্রেসের উপরে।আর তৃণমূল কংগ্রেস সেটা ভালভাবেই পালন করবে বলে জানালেন দার্জিলিং জেলা সভাপতি।মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসকে শিলিগুড়ি পুরসভাতে এনেছেন সেভাবেই শিলিগুড়ি মহকুমা পরিষদে তৃণমূলকে আনবেন বলে জানিয়ে দেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *