প্রচারে এসে বাবার হাতে মিষ্টিমুখ করলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ
TODAYS বাংলাঃ প্রচারে এসে বাবার হাতে মিষ্টিমুখ করলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।আজ কোচবিহারে প্রচারে এসে বাবা রবীন্দ্রনাথ ঘোষের হাত থেকে মিষ্টি মুখে দিলেন পাপিয়া ঘোষ।জানালেন এ এক অদ্ভুত আনন্দ।কোচবিহারে প্রচারে এসে আমাকে অর্ভ্যর্থনা জানাচ্ছেন আমার বাবা,এ এক অন্যরকমের অনুভূতি।আমি আজ সত্যি সত্যি একটা অন্য অনুভব লাভ করলাম।আমার এখানে যা কাজ আছে তাই করতে হবে,মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে সঠিকভাবে।আমি প্রচারে কোচবিহারের জনগনের কাছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার জন্য অনুরোধ করব।আমি কোচবিহারের জনসাধারনের কাছে অনুরোধ করবো যে মুখ্যমন্ত্রীর উন্নয়নের যজ্ঞে যেন তারাও নিজেদেরকে জড়িয়ে রাখে।
শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস নিজেদের বিজয় পতাকা উড়িয়েছে,এবার আমাদের উত্তরবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকা উড়িয়ে দেবার ব্যাবস্থা করতে হবে।মেয়ের অসাধারন কাজে বাবার অনুভব কি রবীন্দ্রনাথ ঘোষের কাছে জানতে চাইলে তিনি জানান আমি গর্বিত মুখ্যমন্ত্রী আমার মেয়ের কাজে সন্তুষ্ট।আমি ওকে বলেছি কে কি বলল না শুনে নিজের কাজে বেরিয়ে যাও।তোমার জন্য শিলিগুড়ি তৃণমূল পেয়েছে কিংবা তোমার কাজে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট হয়েছেন এটা মাথায় রেখে তুমি এগিয়ে চলো।কোচবিহারে আগামী 27তারিখে নির্বাচন এবং 1তারিখে রেজাল্ট,আগামী 25তারিখ প্রচারের শেষ দিন,তাই আপাতত শিলিগুড়িতে উড়িয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকা কোচবিহারেও উড়িয়ে দিতে চান রবীন্দ্রনাথ ঘোষের তনয়া।