পিছিয়ে গেল ভুলভুলাইয়া ২- এর মুক্তির দিন
TODAY’S বাংলা: ফের পিছিয়ে গেল ‘ভুলভুলাইয়া ২’ এর মুক্তির দিন। ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২০ মে মুক্তি পাবে এই ছবি। যার ফলে পরিচালক রাজামৌলির ছবি ‘আর আর আর’ এর সাথে মুক্তি কে এড়ানো যাবে। ‘আর আর আর’ ছবি মুক্তি পাচ্ছে ২৫শে মার্চ। এদিকে ‘ভুলভুলাইয়া ২’ এর প্রথমে মুক্তির সময় ছিল ২৫ শে মার্চ।দুই ছবির সংঘর্ষ এড়াতেই পেছানো হলো কার্তিক ও কিয়ারার ছবির তারিখ। সকলেই বেশ চাপা উত্তেজনার মধ্যেই রয়েছে, কারন প্রথম ভুল্ভুলাইয়া মুক্তির প্রায় ১০ বছর পর আবার মুক্তি পাবে তার দ্বিতীয় পার্ট কেমন হবে কি কি চমক থাকবে ত্তে সেই নিয়ে বেশ আগ্রহ রয়েছে সাধারন মানুষের।
ভৌতিক সিনেমা কিংবা ভৌতিক কাহিনী আমাদের সকলকে বেশ আকর্ষিত করে তাই এই ভৌতিক সিনেমা কিংবা গল্পের ওপর আমাদের সকলের বেশ আকরশন রয়েছে। প্রত্যেকে ভয় পেলেও সেই সিনেমা দেখার জন্য দৌড়তে থাকি। তাই সাধারনের আর তর সইছে না ভুল্ভুলাইয়া ২ দেখার জন্য। অনেকে তো ট্রেলার দেখেই মনে মনে ঠিক করে রেখেছে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবে।