শোয়ার ঘর থেকে সিভিক ভলেন্টিয়ার মায়ের এর থেথলানো মৃত দেহ উদ্ধার
বিশ্বজিৎ মন্ডল, মালদা;
ঘরের ভিতর থেকে এক সিভিক ভলেন্টিয়ার এর মায়ের থেথলানো মৃত দেহ উদ্ধার।ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে মালদা মানিকচকের শেখপুরা পূর্বপাড়া এলাকায়।
স্থানীয় সূএে জানা গেছে,মৃত মহিলার নাম বেবী বিবি(৪৫)।ছেলে সেবিক ভলানণ্টিয়ার মানিকচক থানায় রাতে কর্তব্যরত অবস্থায় ছিলেন।সকাল নাগাদ বাড়ি ফিরে ডাকাডাকি করলে দরজা না খুললে সন্দহ হয় ছেলে রফিকুল ইসলামের।খবর চাউর হতেই ভিড় জমাই স্থানীয়রা।তালা ভেঙ্গে দেখেন ঘরের ভিতরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মৃতদেহ।তবে কে কী কারণে খুন করলো বুঝে উঠতে পারছেন না পরিবার পরিজনেরা।
খবর পেয়ে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ বাহিনী।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার তদন্তে রয়েছে মানিকচক থানার পুলিশ।
মালদা থেকে বিশ্বজিৎ মন্ডল এর রিপোর্ট