April 20, 2025 | Sunday | 6:21 AM

আদালতের নির্দেশে মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ

0

TODAYS বাংলাঃ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার সালার থানার অন্তর্গত মাধাইপুর এলাকায় বৃহস্পতিবার এক কিশোরীর মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠালো পুলিশ প্রশাসন আদালতের নির্দেশে। প্রসঙ্গত গত ১৮ই ফেব্রুয়ারি ২০২১ নিখোঁজ হয় মাধাইপুর গ্রামের তুহিনা খাতুন নামের এক ৯বছর বয়সী কিশোরী। ১৯শে ফেব্রুয়ারি ২০২১ সালার থানা রায়পুর এলাকায় ওই কিশোরীর বাড়ির পাশের একটি পুকুর থেকে তুহিনা খাতুনের মৃতদেহ উদ্ধার করে গ্রামবাসীরা তারপর ২০শে ফেব্রুয়ারি পুলিশ প্রশাসনের কাছে কোন রকম অভিযোগ দায়েরের না করে এমনকি ময়নাতদন্ত না করিয়ে ওই কিশোরীর মৃতদেহ গ্রামে কবর দিয়ে দেওয়া হয়।

গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে মৃত তুহিনা খাতুন নামের ওই কিশোরীর বাবা ফিরোজ সেখ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন তাই তখন গ্রামে এসে থানায় অভিযোগ দায়ের করতে পারেননি। তবে ১২ ই জুন ২২১ মেয়ের বাবা ফিরোজ সেখ ভিন রাজ্য থেকে গ্রামে ফিরে সালার থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে কান্দি মহকুমা আদালতে নির্দেশ দেয় ওই কিশোরীর মৃত দেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করতে হবে। বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতের নির্দেশ মেনে মাধাইপুর গ্রামের ওই কিশোরীর মৃতদেহ কবর থেকে তোলা হলো ভরতপুর ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল ও সালার থানার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং প্রশাসনের একাধিক কর্তা ব্যাক্তির উপস্থিতিতে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মাধাইপুর গ্রামের

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *