মৃত্যুকে চ্যালেঞ্জ জানিয়ে প্রয়াত ১১২ বছরের বৃদ্ধ
নিজস্ব সংবাদদাতাঃ পৃথিবীতে কেউই অমর নয় সকলেই একটি প্রবাদ খুব ভালোভাবে ঠটোস্থ করে রেখেচেন যে জন্ম হলেই মৃত্যু অনিবার্য। এবং এক্ষেত্রে আরও একটি জনপ্রিয় প্রবাদ বেশ চলিত রয়েছে “জন্মিলে মরিতে হবে অমরকে কোথা পাবে?” একদমই তাই তবে এই প্রবাদ ভুল প্রমান করেছেন এক বিশ্ববাসী। না না সে মারা যায়নি এমন নয় তিনি অবশ্যই মারা গেছেন তমে মৃত্যুকে চ্যালেঞ্জ করে।
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ স্প্যানিয়ার্ড সাটুরনিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া। বুধবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলছে, ১১২ বছর ৩৪১ দিন বয়সী গার্সিয়া আর নেই। ১১৩তম জন্মদিন পালনের তিন সপ্তাহ আগে মারা গেছেন তিনি।
আগামী মাসে তার ১১৩তম জন্মদিন উদযাপনের কথা ছিল। ১৯০৯ সালের ১১ ফেব্রুয়ারি স্পেনের লিওনের পন্তে ক্যাস্ত্রো এলাকায় জন্মগ্রহণ করেছিলেন স্প্যানিয়ার্ড সাটুরনিনো দে লা ফুয়েন্তে গার্সিয়া। তবে তাঁর এই চলার পথ খুব একটা স্বাচ্ছন্দ্যের ছিল না জানা যায় বৃদ্ধ বেশ কয়েকটি রোগে জর্জরিত ছিলেন, অবশেষে সমস্ত বাঁধা বিপত্তি পেরিয়ে দেহত্যাগ করেন তিনি।