April 20, 2025 | Sunday | 8:03 AM

পুলিশের তৎপরতায় বড়োসড়ো ডাকাতির ছক বানচাল, পুলিশের জালে ধারালো অস্ত্র সহ ৪ অপরাধী, চাঞ্চল্য এলাকায়

0

মালদা;তনুজ জৈন;২০ফেব্রুয়ারী: বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ৪ জন ডাকাতকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা প্রত্যেকে হরিশ্চন্দ্রপুর এলাকার। পুলিশ সূত্রে জানা গেছে বড়োসড়ো ডাকাতির ছক ছিল তাদের। সেই উদ্দেশ্যে অনুযায়ী জড়ো হয়েছিল। কিন্তু অবশেষে পুলিশের তৎপরতায় বানচাল হয় সেই ছক। ধৃতদের নাম পলাশ দাস (২৪), বিকাশ সিং(২৮), ছোটন নাগ(৩০), শেখ ইউসুফ(২৪)।

কিছুদিন আগেই হরিশ্চন্দ্রপুর একটি মদের দোকানে ডাকাতি হয়। সেই ঘটনায় অভিযুক্তরা এখনো অধরা। তারপরে আবার ডাকাতির ছক। কিন্তু এবার পুলিশের তৎপরতায় বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করল পুলিশ। ধৃতদের কাছ থেকে লোহার রড ধারালো ছুরি সহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। অভিযুক্তদের নামে পূর্বেও বিভিন্ন অভিযোগ রয়েছে। তাদের প্রকৃত উদ্দেশ্য বা পরিকল্পনা কি ছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্বভাবত ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনিতেও বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুরে অপরাধমূলক কাজকর্ম দিনের পর দিন বাড়ছে। পুলিশ যথেষ্ট তৎপর থাকলেও সব ক্ষেত্রে অপরাধীদের আটকানো সম্ভব হচ্ছে না।

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস বলেন,” পুলিশ সমগ্র ঘটনার তদন্ত করছে। ধৃতদের আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।”

এক্ষেত্রে পুলিশী তৎপরতায় আটকে গেল বড়োসড়ো ডাকাতির ছক। কিন্তু তারপরও নিরাপত্তার অভাব বোধ করছে এলাকাবাসী। কারণ দিনদিন এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা এবং দৌরাত্ম্য বাড়ছে। তাই অপরাধীদের সমূলে দমন করার জন্য পুলিশের সর্বাত্মক ভূমিকা আশা করছে এলাকাবাসী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *