April 20, 2025 | Sunday | 3:36 AM

অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলনা , ৮ তলার কার্নিশ থেকেই ধাক্কা খেয়ে নীচে পড়লেন রোগী

0

TODAYS বাংলা : সাত সকালে ভয়ঙ্কর কাণ্ড। মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালের আটতলার জানালা দিয়ে বেরিয়ে পড়েছিলেন এক রোগী। আটতলার জানালা দিয়ে বেরিয়ে কার্নিশে দীর্ঘক্ষণ বসেছিলেন রোগী। সেখানে বসেই তিনি কিছু বলার চেষ্টা করছিলেন। প্রাথমিকভাবে অনেকেই মনে করছেন, তিনি আত্মহত্যার হুমকি দিচ্ছিলেন। ওই রোগীকে উদ্ধার করতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছিল দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। রোগীকে উদ্ধার করার জন্য হাত লাগিয়েছিলেন হাসপাতালের কর্মীরাও। তাঁকে উদ্ধার করার জন্য জোরকদমে চেষ্টা চলছিল। আটতলার কার্নিশে বিপজ্জনক অবস্থায় আটকে ছিলেন ওই রোগী। কিন্তু তারপর আর শেষ রক্ষা হল না। হাসপাতালের কার্নিশ থেকে পড়ে যান তিনি। মাঝে বিল্ডিংয়ের একাংশে ধাক্কা খান, তারপর নীচে পড়ার সময় আরও একবার ধাক্কা খান। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর তাঁকে উদ্ধার করে স্ট্রেচারে করে হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া হয়।

আটতলার যে অংশে তিনি আটকে ছিলেন, তার পাশের একটি জানালা থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে তাঁকে কিছু বলার চেষ্টা করছিলেন। রোগীও হাত নেড়ে নেড়ে কিছু বলার চেষ্টা করছিলেন। যে জায়গায় রোগী আটকে ছিলেন, তার নিচেও হাসপাতালের কিছু বেড রাখা। যদি তিনি ওই কার্নিশ থেকে পড়ে যান, তাহলে তাঁর যাতে বেশি গুরুতর কোনও চোট না লাগে, সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেটি খুব ছোট জায়গার মধ্যে ছিল। তবে কোনওরকম জালের ব্যবস্থা করা হয়নি। আর সেটাই কাল হল। হাসপাতালের আট তলার কার্নিশ থেকে সোজা নিচে গিয়ে পড়লেন তিনি।

তিনি বিগত বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানালা দিয়ে কীভাবে ওই রোগী বেরিয়ে কার্নিশে চলে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। হাসপাতালের নজরদারিতে কোনওরকম গাফিলতি ছিল কি না, সেই দিকটি নিয়েও প্রশ্ন উঠছে। দমকলের কর্মীরা হাইড্রোলিক মই লাগিয়ে ওই রোগীকে উদ্ধার করার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। কিন্তু একাধিকবার রোগীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় দমকলকর্মীরা।

যদিও ওই বেসরকারি হাসপাতালের সিইও অভীক রায়চৌধুরী বলেন, “উনি জানালা ভেঙে বেরিয়ে গিয়েছিলেন। রোগী ক্রনিক অ্যালকোহলিক। আজ তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। আজ তাঁর পিসি এসেছেন তাঁকে নিয়ে যেতে। এরই মধ্যে জানালা ভেঙে তিনি বেরিয়ে যান এবং তারপর এই ঘটনা ঘটেছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *