ভালোলাগা ও আবেগের বশেই দেবপ্রিয়ার মডেলিং -এ পা
TODAYS বাংলা, প্রীতি পাত্র: মডেলিং -এর প্রতি আবেগ, ভালোবাসা, ও ভালোলাগা থেকেই একজন মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে দেবপ্রিয়া কর্মকার। মডেল হিসেবে প্রায় ৪ বছরের সফর সম্পন্ন করেছেন তিনি। ৪ বছর হলেও কোভিডের জন্য কিছুটা যেন তাকে পিছিয়ে পড়তে হয়েছিল।

কিন্তু নিজের ভালোলাগা থেকে কখনও সরে যায়নি। কোভিডকে জয় করেই নিজেকে একজন মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন তিনি সফল করতে পেরেছেন। অবশ্য শুধু যে মডেলিং ই করে যাচ্ছেন তা কিন্তু নয়।

মডেলিং -এর পাশাপাশি সমানভাবে
নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন তিনি। দেবপ্রিয়া বলেন, ” মডেলিং এবং পড়াশোনা দুটি একসাথে সমান ভাবে চালিয়ে যাওয়াটা একটু মুশকিল। কিন্তু আমার কাছে তো কোনো উপায় নেই তাই সমান ভাবেই সবকিছু চালিয়ে যেতে হবে। আর চেষ্টা করলে সবই সম্ভব হয়। “

৪ বছরে বিভিন্ন ডিজাইনার ব্যান্ডের ফটোশ্যুটে কাজ করেছেন দেবপ্রিয়া। কিন্তু TODAYS বাংলা হাত ধরেই তার ম্যাগাজিনের প্রথম কাজের শুরু। দেবপ্রিয়া বলেন, ” TODAYS বাংলা -এর নামে অনেক কথা শুনেছি।

সব মডেলদের জন্য নিঃসন্দেহে এটি একটি ভালো সুযোগ। অনেক ইচ্ছে ছিল TODAYS বাংলা -এর সাথে কাজ করার। অবশেষে আমি সেই সুযোগ পেতে চলেছি।

সত্যিই খুব খুশি আমি এমন একটা সুযোগ পেয়ে। অসংখ্য ধন্যবাদ TODAYS বাংলা কে। ” TODAYS বাংলা কে সঙ্গ নিয়েই দেবপ্রিয়ার এই চলার অঙ্গীকার কে অসংখ্য শুভেচ্ছা জানায় আমরা।