দীঘায় পর্যটকদের জন্য এবার নতুনচমক রাখল রাজ্যদপ্তর
TODAYS বাংলাঃ দীঘা এলাকার যে সব মৎস্য ঝিল গুলো আছে,সেই সব ঝিলে শীত পড়তেই উপস্থিত হয় সাইবেরিয়ান অতিথি।এই সাইবেরিয়ান পাখি শীত পড়লে প্রতি বছরই আসে , নতুন কিন্তু নয় এটা। কিন্তু এই বছর সবচেয়ে বেশি পরিমাণ সাইবেরিয়ান পাখির আগমন ঘটেছে ঝিলে।দীঘার প্রত্যেকদিন মানুষের ভিড় জমে সমুদ্র দেখতে , তাই মানুষ কে আরও বেশি করে আর্কষন করতে এই এলাকায় নতুন করে পর্যটন করার সিদ্ধান্ত নিল রাজ্য দপ্তর।
এই বিষয় নিয়ে দীঘা ডেভলপমেন্ট অথরিটি আধিকারিক মানস কুমার মন্ডল জানান,এবার থেকে ঝিলে আসা পাখিদের দেখার জন্য পাড়ে টেলিস্কোপ বসানো হবে।পর্যটকরা দীঘাতে এসে যেমন সমুদ্র দেখবে,ঠিক তেমনি এখানে এসে পাখি দেখার এক বাড়তি পাওনা তারা পাবে। কিন্তু শুধু পাখি দেখলেই কী হবে! তাদের রক্ষনাবেক্ষন ও করতে হবে । আর সেই কথা মাথায় রেখেই এই পাখি গুলিকে রক্ষণাবেক্ষণ করার জন্যও কর্মী নিযুক্ত করা,তাদের কোনোরূপ অসুবিধা না হয় তার ব্যাবস্থা করার চিন্তভাবনা নিলেন রামনগর ১ ব্লকের সহ- সভাপতি নিতাই চরণ সার।