মোল্লা চ্যারিটেবল ফাউন্ডেশন অরাজনৈতিক সংগঠন ও ডা: আ: খালেদের উদ্যোগে দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের স্কুল বই খাতা স্কুলশিক্ষা সামগ্রী বিতরণ
বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:- সমাজ গড়ার কারিগর হলেন ছাত্র সমাজ। আদর্শ শিক্ষকের হাত ধরেই তৈরি হয় আদর্শ ছাত্র -ছাত্রী। আমাদের মনের সব সংশয়, সন্দেহ,অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখাবেন ছাত্র সমাজ I তাঁরা নিজেদের জীবনকে উৎসর্গ করে ভবিষ্যতের নাগরিকদের মনকে গঠন করবেন। তাই এই করোনা আবহে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও মোল্লা চ্যারিটেবল ফাউন্ডেশন এর উদ্যোগে চাঁদা মোল্লা পাড়া হাজী সফিউল্লার বাড়িতে এই মহৎ কর্মসূচি হয়।এই কর্মসূচির একজন অন্যতম কর্মী আলমগীর মোল্লা তিনি বলেন অর্থনীতির দিক থেকে সমাজে পিছিয়ে পড়া ছাত্র সমাজ এর মুখে হাসি ফুটিয়ে তুলতে এগিয়ে এলেন এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা ডা: আব্দুল খালেদ মোল্লা। পিছিয়ে পড়া অসহায় ছাত্র ছাত্রীদের আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে প্রায় ৭০ জন গরীর ও দুস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে বই খাতা সহ অন্যান্য স্কুল শিক্ষার জিনিস পত্র তুলে দেওয়া হয় তাদের হাতে।


তিনি আরও বলেন পেশায় একজন বিদেশি ডাক্তার হয়ে আব্দুল খালেদ বাবু শপথ নিয়েছিলেন যে পিছিয়ে পড়া মানুষ ও মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে থেকে সাহায্য করবেন,তাই এদিন তারই পক্ষ থেকে এই উদ্যোগ বলে জানান তিনি I ডা: আব্দুল খালেদ মোল্লার এই উদ্যোগ প্রথম নয় এর আগেও তিনি বহুবার এগিয়ে এসেছেন সমাজের প্রান্তিক মানুষদের সাহায্য সহযোগিতা করার জন্য। আগামীদিনে এইভাবে মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি। এই অসময়ের সময় এই উপহার পেয়ে নিত্যান্তই খুশি তারা। এদিনেই এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সকল স্তরের মানুষ।