মেকআপ করাটাই এখন শম্পার ধ্যান জ্ঞান
TODAYS বাংলা, প্রীতি পাত্র: একপ্রকার ভালোলাগা থেকেই মেকআপ আর্টিস্ট হিসেবে যাত্রা শুরু করেন শম্পা বড়িয়াল। প্রথম থেকেই স্বপ্ন ছিল একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। কিন্তু প্রথম প্রথম ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি। কিন্তু তবুও ভেঙে পড়েনি শম্পা।

ধীরে ধীরে নিজের স্বপ্নের দিকে ঠিক এগিয়ে যায়। ২ বছর হল একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজের কাজ শুরু করেছে। ২ বছরে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে।

যেমন নিজের সংসারকে একজন ঘরনী হিসেবে সাজিয়ে তুলেন তেমনি নিজের কাজের মাধ্যমে সবাইকে সাজিয়ে তোলেন তিনি। ওনার মেকআপ দিয়ে নিজেকে যদি সাজিয়ে তুলতে চান তাহলে ৬২৮৯৮৭১৬৫৩ এই নাম্বারে যোগাযোগ করুন।

TODAYS বাংলা -এর ম্যাগাজিনে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। তার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ” সত্যি এমন একটা পরিবেশে কাজ করে আমি খুব খুশি হয়েছি।

যারা এখানে কাজ করতে চাই তাদের বলবো অবশ্যই এখানে কাজ করো এমন কাজ করার পরিবেশ আর কোথাও পাওয়া যাবেনা। “
