অন্যভাবে বসন্ত”
TODAYS বাংলা: আজ আমরা রং নিয়ে মাতবো না।এবারে না হয় “অন্যভাবে বসন্ত” পালন করি।
আমরা সকলেই জানি কিভাবে ইউক্রেন ও রাশিয়া মারমুখী যুদ্ধে মেতে উঠেছে। বারংবার গোলাবর্ষনে ধ্বংস হচ্ছে প্রান্ত। অসহায় প্রাণ,হাহাকার করছে ভিক্ষা চাইছে করজোরে, “থামাও যুদ্ধ”। এমন ভাবে চলতে পারেনা। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ভারতবাসী তথা সমগ্র দেশের সন্তান যেন নিরাপদে নিজের দেশে,নিজের পরিবারের কাছে ফিরে আসতে পারে এই মঙ্গল কামনায়, আমরা “প্রতিবেশী সোশ্যাল আরগানাইজেশন” “যজ্ঞের” মধ্য দিকে সকল দেবদেবীর কাছে নতশীরে পার্থনা করি। পৃথিবী শান্ত হোক। আর যুদ্ধ নয়।
ফিরে আসুক সকলে সুস্থ ভাবে দেশে।
আজ এই “বসন্ত পঞ্চমী”দিনটি বেছে নিলাম, শুভ লগ্নে সকলের শুভকামনায় আমাদের এই “শান্তি যজ্ঞ”
আর যুদ্ধ নয় শান্তি চাই
“প্রতিবেশী সোশ্যাল আরগানাইজেশন” পক্ষ থেকে সকল মাননীয় সদস্যবৃন্দ
ও
“প্রতিবেশী সোশ্যাল আরগানাইজেশন” এর ফাউন্ডার,
সৌমিক গাঙ্গুলী (জেনারেল সেক্রেটারী )
পিন্টু দত্ত (ওয়ারকিং প্রেসিডেন্ট )
শ্বেতা ঘোষাল (কনভেনর,ক্যশিয়র ও কালচারাল সেক্রেটারী)