April 20, 2025 | Sunday | 6:04 AM

মাফিয়াদের অত্যাচারে আটক উন্নয়নের কাজ

0

TODAYS বাংলাঃ ত্রিপুরা তেলিয়ামুড়ায় নিগোসিয়েশন মাফিয়াদের বাড়বাড়ন্তে মাঝপথেই আটকে গেল উন্নয়নমূলক কাজ।

জনাকয়েক নিগোসিয়েশন মাফিয়া এক ঠিকাদারের বাড়িতে প্রবেশ করে ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগ, এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকার রাজনগর এলাকায়। খবরে প্রকাশ, সদ্য মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে নুনাছড়া এ.ডি.সি ভিলেজের নবজয় পাড়ায় একটি কাজের জন্য দরপত্র আহ্বান করেছিল ডি.ডাব্লিউ.এস দপ্তর। সেই আহ্বানেে সাড়া দিয়ে তেলিয়ামুড়া ঠিকেদার সিতু রায় সেই কাজের জন্য টেন্ডার ড্রপ করেছিল,এতেই বাঁধে বিপত্তি। টেন্ডার প্রত্যাহার করে নেওয়ার জন্য কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জনাকয়েক নিগোসিয়েশন মাফিয়া ঠিকেদার সিতু রায়ের বাড়িতে ঢুকে টেন্ডার প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি প্রদর্শন করতে থাকে, এবং দেখে নেওয়ার হুমকি দেয়।

এদিকে ঠিকেদার সিতু রায় অভিযোগ করে জানান, সমীর সরকার, বিষ্ণু দাস, সুখেন দেবনাথ-কে তিনি চিনতে পেরেছেন।উল্লেখ্য থাকে, ওই তিন ব্যাক্তির নামে একটি মামলাও রয়েছে তেলিয়ামুড়া থানায়। অভিযোগ, পূর্ববর্তী মামলার কোন তদন্তই করেনি পুলিশ, কোনো এক অজ্ঞাত কারণে। অন্যদিকে, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জনকয়েক প্রতিনিধি ঠিকেদারি নেগোসিয়েশন মাফিয়াদের আস্ফালন সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও তিনিও কোনো এক অজ্ঞাত কারণে হস্তক্ষেপ করছে না বলে অভিযোগ। তবে, সিতু রায়ের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ঠিকেদার সিতু রায়। অপরদিকে, এতেই থেমে থাকেনি নিগোসিয়েশন মাফিয়ারা তেলিয়ামুড়ার ঠিকেদার সিতু রায়ের একটি ঠিকাদারি কাজ বন্ধ করে দেয় হুমকি প্রদর্শন করে। জানা গেছে, ঠিকাদার সিতু রায় মেথারাই বাড়ি উচ্চ বিদ্যালয়ের নতুন পাকা বাড়ি নির্মাণের কাজ করছিল। মাফিয়ারা সেই কাজটি ও বন্ধ করে দেয় বলে অভিযোগ। আদতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কাজ নিয়ে চলছে কমিশন বাণিজ্য নিগোসিয়েশন মাফিয়াদের দ্বারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *