কলকাতা বিমানবন্দরে ১১৩ কোটি টাকার মাদক উদ্ধার
TODAYS বাংলা:
কলকাতা বিমানবন্দরে ১১৩ কোটি টাকার ১৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
এর সঙ্গে গ্রেফতার করা হয় তিনজন বিদেশি যাত্রী কে।
গোয়েন্দাদের দাবি এটাই এখনো পর্যন্ত উদ্ধার হওয়া সবথেকে বেশি পরিমাণ মাদক।

ঘটনাটি প্রকাশ্যে আসলে স্তম্ভিত হন সকলে।
ধৃত মাদক পাচারকারীরা দুবাই থেকে কলকাতা আসছিলেন। তারা খুব স্বাধারণ ভাবেই ট্রলিতে করে ওই মাদক নিয়ে যাচ্ছিলেন।

তবে মাদক পাচারকারীরা কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের চোখ এড়াতে পারেননি।
সন্দেহভাজন ঐদিন বিদেশীকে নিরাপত্তারক্ষীরা গ্রেপ্তার করলে এবং তাদের ব্যাগ চেক করলে তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৬ কেজি হেরোইন যার বর্তমান বাজার মূল্য ১১৩ কোটি টাকা।

উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে ওই তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করে ডিআরআই আধিকারিক। এই ঘটনাটি ঘটে বুধবার এবং এটি জনসম্মুখে প্রকাশ্যে আসে শনিবার।
