পাওনা টাকা চাইতে যাওয়ায় হেনস্থা
TODAYS বাংলা: পাওনা টাকা চাইতে যাওয়ায় এক কৃষক ও তার ছেলেকে মারধরের অভিযোগ মালদহের চাঁচল কৃষক বাজারের এক সবজি আড়তদারের বিরুদ্ধে।পাশাপাশি ওই কৃষকের থেকে নগদ ৫০ হাজার টাকা ছিনতায়েও অভিযোগ উঠেছে অভিযুক্ত ওই আড়তদারের বিরুদ্ধে। গোটা ঘটনা নিয়ে চাঁচল থানায় অভিযুক্ত আড়তদার সহ ছয় জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রহৃত কৃষকের ছেলে। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিস। ঘটনায় তিব্র চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলের কৃষক বাজারের।
পুলিস সূত্রে জানা যায়, আক্রান্ত কৃষকের নাম শেখ ইয়াসিন ( ৫৫) প্রহৃত ছেলের নাম শেখ রশিদ (৩৩) বাড়ি মালদহের রতুয়া থানার বাহারালের বৈকুণ্ঠপুড়ে। অভিযুক্ত আড়তদারের নাম ঝান্ডি শেখ। বাড়ি মালদহের চাঁচল থানার খেলেনপুর এলাকায়।
আক্রান্ত কৃষক ও তাঁর ছেলের অভিযোগ যে, গত এক বছর ধরে সবজি বিক্রি করার প্রায় ১লক্ষ্য টাকা আড়তদারের কাছে পাওনা রয়েছে। এদিন সকালে চাঁচলের কৃষক বাজারের ওই আড়তদারের কাছে পাওনা টাকা চাইতে চাওয়ায় দলবদল নিয়ে চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ ।