April 21, 2025 | Monday | 3:41 AM

পুরভোট শুরু হতে না হতেই উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত, দমদমে ধুন্ধমার

0

TODAYS বাংলাঃ পুরভোট শুরু হতে না হতেই উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত, দমদমে ধুন্ধমার। বারাসাতের বিজেপির অভিযোগ, এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে।

পুরভোট (WB Municipal Elections 2022) শুরু হতে না হতেই উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত, দমদমে ধুন্ধমার। (Barasat) বারাসাতের বিজেপির (BJP) অভিযোগ, এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে

বিজেপির প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ -মারধোর -ভাঙচুরের অভিযোগ। উত্তেজনা উত্তর দমদম পুরসভাতেও (North Dumdum)।

বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী শ্যামলী দাসের অভিযোগ, এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। পাল্টা যখন সে বুথে ঢুকে যায়, তখন বেশ কয়েকজন তাঁকে বাধা দেয়। তারপর সরাসরি বুকের মধ্যে ঢুকে ইভিএম মেশিন আছাড় মারে বলে অভিযোোগ। তারপর এই গণ্ডগোলের সূত্রপাত এলাকায় ব্যাপক উত্তেজনা। বিজেপির প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ -মারধোর -ভাঙচুর। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। অপরদিকে, উত্তেজনা ছড়িয়েছে উত্তর দমদম পুরসভার ৩১ নং ওয়ার্ডে। উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীকে হেনস্তার অভিযোগ। চ্যাংদোলা করে পুলিশের পক্ষ থেকে আটক করা হল। সকাল থেকে বলা হচ্ছিল তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ। এরপরের উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।এদিকে নির্বাচন বিধি মেনে উত্তর দমদম পুরসভা বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশ। উত্তর দমদম পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড এ ভোটের দিনে ১০০ মিটারের মধ্যে দেয়াল লিখন মুছে দিল পুলিশ।

বারাসাত ২১ নম্বর ওয়ার্ডের ১৭৮-র বুথে ছাপ্পা মারার অভিযোগ। বারাসাত পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের ১৭৮ নং বুথের মধ্যে বিজেপির এজেন্ট সেজে তৃণমূলের হয়ে কাজ করছে। পোলিং এজেন্ট এবং বয়স্ক বৃদ্ধ ভোটারদের নিয়ে এসে এজেন্ট নিজেই ভোট দিয়ে নিচ্ছে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ২১ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী চন্দ্রনাথ মল্লিক হাতেনাতে ভোটারকে ধরে ফেলেন বুথের সামনে। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। অপরদিকে তিনি অভিযোগ করছেন তাঁকে ডেকে নিয়ে এসে জোর করে ভোট দিয়ে দিয়েছে তৃণমূলের এজেন্ট। আর এই ঘটনায় পুলিশের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে বারাসাত পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে। তবে এ বিষয় নিয়ে বিজেপির এজেন্ট দাবি করছেন, ‘সিপিআইএম প্রার্থী নিজে তাঁর পরিচিতকে শিখিয়ে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *