দমদমে চলছে প্রচারকার্য
TODAYS বাংলাঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ২৭ ফ্রেবুয়ারী ১০৮ টি পৌরসভার ভোট। প্রচার কার্য সম্পন্ন করার জন্য দলের তরফ থেকে মনোনীত সমস্ত প্রার্থীরা তাদের প্রচার কার্যে ব্যাস্ত হয়ে পড়েছেন। সারছেন ডোর টু ডোর, কর্মীসভা , জনসভা, ।দিনরাত চলছে শুধু প্রচার কার্য।





প্রচার কার্যের কোনো বিরাম নেই। শুধু যে মনোনীত প্রার্থীরা প্রচার কার্য সারছেন তা কিন্তু নয়। তাদের সাথে প্রচার কার্যে পা মিলিয়েছে এলাকার বিধায়ক থেকে শুরু করে দলের উচ্চপদস্থ সবকর্মীরা। সেই দৃশ্যই ধরা পড়ল দক্ষিণ দমদম পৌরসভার ৩৪ নং ওয়ার্ডে। এখানকার তৃনমূল দলের তরফ থেকে মনোনীত প্রার্থী নিতাই দত্তের প্রচার কার্যে দেখা গেল এলাকার বিধায়ক সুজিত বোসকে। প্রার্থীর সর্মথনে এইদিন পায়ে হেঁটে তিনি ৩৪ নং ওয়ার্ডের প্রচার কার্য সারলেন। শুধু এই ওয়ার্ডে নয়, দক্ষিণ দমদম পৌরসভার প্রত্যেকটি ওয়ির্ড একই দৃশ্য দেখা গেল।