উন্নয়নী সংঘ এর এবারের থিম ” বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ কোলে”
TODAYS বাংলা: দীর্ঘ এক বছর পর মা আবার মর্তে আসছে আমাদের কাছে। ২০২৪ এর পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। বলা যায় আর গুটি কয়েকদিন রয়েছে বাকি। এবার কলকাতার কোন জায়গায় কি মন্ডপ হচ্ছে তার হদিশ পেলাম আমরা। এরকমই একটি বিখ্যাত পুজো মণ্ডপের কথা আপনাদের বলবো। উন্নয়নি সংঘ কুদঘাট মেট্রো স্টেশনের কাছে তাদের পূজা মণ্ডপ। যাদের ৭৫ বছরের পুরোনো পুজো।

যাদের এই বছরের থিম বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ কোলে! এই থিমের মধ্যে দিয়ে বিশ্ব উষ্ণায়নের প্রভাবের ভাবনাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে খুবই পুরাতন মধ্য প্রদেশী গোন্দ শিল্পের মাধ্যমে। আগের বছর রাজকীয় বাঙালি সাজে পুজো করেছিলেন এবারে তাদের অভিনব ভাবনা। মন্ডপ তৈরির কাজ ৩ মাস আগে থেকেই শুরু হয়ে গেছে। মন্ডপ এবং প্রতিমা সজ্জায় রয়েছেন শ্রী মানস রায় এবং শ্রী সনাতন পাল। এই বছরে তারা প্রায় ২৫০০০ সংখ্যক দর্শনার্থী প্রতি দিন আশা করছেন। আসুন দেখা যাক ছবির মাধ্যমে তাদের মন্ডপের কিছু ঝলক।




