কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে তলব ইডির
TODAYS বাংলা : কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে তলব করল ইডি ।

এনফোর্সমেন্ট ডাইরেক্টটরেটের দিল্লি সদর দফতরের অফিসে আগামীকাল অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও পরশু তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকে তলব করা হয়েছে।

এদিকে, ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ ইডির তলবে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই খবর ইডিকে জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিকে ইডি সূত্রে খবর, সন্ধে ৬টা পর্যন্ত অপেক্ষা করা হবে, না এলে ফের সমন পাঠানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।