পাহাড়ে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে ডিম এবং মাংস
TODAYS বাংলা: পাহাড়ে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে ডিম এবং মাংস। সমস্যায় পর্যটকেরা এবং হোটেল ব্যাবসায়ীরা।পাহাড়ে মুরগির মাংশ বিক্রি হচ্ছে ছশো থেকে সাতশো টাকা করে। দেশী মুরগী বিক্রি হচ্ছে সাতশো এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে পাচশো থেকে সাড়ে পাচশো টাকা।এত দাম বাড়ছে কেন পাহাড়ে মাংশ এবং ডিমের?ডিম বিক্রি হচ্ছে আট টাকা থেকে নটাকা, সাফাই গানছেন দোকানদারেরা,তারা বলছেন বর্ষায় এবং পাহাড়ের ধসে একেবারেই গাড়ি উঠতে পারছে না পাহাড়ে, তার উপরে পেট্রোল এবং ডিজেলের দাম,গাড়ি ঘুরপথে আসায় দ্বিগুন খরচ হচ্ছে পেট্রোল এবং ডিজেল তাই বাধ্য হয়েই দাম বাড়ছে মাংশ এবং ডিমের।

পাহাড়ের আশি শতাংশ মানুষ মুরগীর মাংশ পছন্দ করেন,কারন পাহাড়ের আবহওয়াতে মুরগির মাংশ সহজপাচ্য।তবে মুরগির দোকান পাহাড়ে নেই বললেই চলে,সব গাড়ি আসে সমতল থেকে সাথে আসে ডিমও।এইভাবে গাড়ি থেকে কিনতে প্রায় দ্বিগুন এমনকি তিনগুন টাকা খরচ করছেন হোটেল মালিকেরা,যার প্রভাব পড়ছে পাহাড়ের হোটেলগুলিতেও। পর্যটকেরা জানিয়েছেন এত দাম থাকায় তারা তাদের পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। সমস্যায় পড়ে গেছেন পাহাড়ের স্থানীয় বাসিন্দারাও বর্তমান পরিস্থিতিতে এত দাম দিয়ে খাবার কেনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে তাদের কাছে। বাধ্য হয়েই তারা নিরামিষ খাবারের দিকেই ঝুকছেন। পাহাড়ের এক বিশিষ্ট ব্যাবসায়ী জানিয়েছেন এই সমস্যা সহজে মিটবে বলে মনে হয় না।কারন ধস এবং বর্ষার কারনে ঘুরপথে তো দুরের কথা পাহাড়ে ওঠাই অসম্ভব হয়ে পড়েছে।তাই দাম বেশী দিয়েই খেতে হবে পর্যটকদের এবং পাহাড়ের স্থানীয় মানুষকেও।