রাত পোহালেই রাজ্যে ১০৮ টি পৌরসভার নির্বাচণ
“TODAYS বাংলা রাত পোহালেই রাজ্যে ১০৮ টি পৌরসভার নির্বাচণ। ইতিমধ্যেই শুরু হয়েছে ভোট কর্মীদের ভোট গ্রহন কেন্দ্রে যাওয়ার তৎপরতা। সারা রাজ্যের সাথে এই ভোট গ্রহন কেন্দ্রে যাওয়ার তৎপরতার ছবি ধরা পড়েছে জলপাইগুড়িতেও। জলপাইগুড়ি পৌরসভায় মোট ১১১ টি বুথ রয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রে ভোট কর্মীদের পৌঁছাতে তোড়জোড় চলছে জোড় কদমে।কোথাও যাতে কোনরকমের গন্ডগোল না সৃষ্টি হয় সেটা দেখতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে।এদিকে সব রাজনৈতিক দলগুলি জলপাইগুড়িতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবী করেছে।একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করেছে যে পরিস্থিতি যদি বিপক্ষে চলে যায় তবে তারা জলপাইগুড়িতে ভোটগ্রহন বানচাল করবার চেষ্টা করতে পারে।