April 20, 2025 | Sunday | 6:20 AM

ভোটের পরের দিন কি বনধ সফলভাবেই পালন হবে?

0

TODAYS বাংলাঃ রাজ্যের ১০৮ পুরসভার নির্বাচন রাজ্য পুলিশ দিয়েই আজ সম্পন্ন হল। কিন্তু কেমন হল আজ নির্বাচন? এদিন ভোটে হিংসা এবং অশান্তির অভিযোগ তুলে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেও, রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানিয়েছেন, ‘১০৮ পুরসভায় নির্বাচন ভালোভাবেই হয়েছে।

সারা রাজ্যে তেমন বড় কোনও ঘটনা ঘটেনি।’

পাশাপাশি তিনি এও বলেন যে, ‘মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। সেইমত ব্যবস্থা নিয়েছিল পুলিশ। অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।’ এদিন পুরভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসেছে। কামারহাটি, ধুলিয়ান, ভাটপাড়া, জয়নগর, সোনামুখী, বহরমপুরের মতো জায়গায় অশান্তি হয়েছে। এক হাজারের বেশি অভিযোগ এসেছে। পাশাপাশি অশান্তিতে জড়িত থাকার অভিযোগে অনেককেই আটক করেছে রাজ্য পুলিশ। এদিকে, ভোটে হিংসার অভিযোগে আগামিকাল ১২ ঘণ্টা বনধ ডেকেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। কোথাও ভুয়ো ভোটার, কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ উঠল। এমনকি বাদ গেল না এভিএম ভাঙচুর। গুলিও চলেছে বলে অভিযোগ। এদিকে, তখনও ভোটগ্রহণ চলছে।

এদিন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে লালবাজার অভিযান করে বিজেপি। আবার ভোট মিটতেই রাজ্য বিজেপি নেতৃত্ব ঘোষণা করেছে, আগামিকাল ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে।

এদিন সেই প্রসঙ্গ টেনে ডিজি মনোজ মালব্য বলেন, ‘ভোটের পর খবর পাচ্ছি, কাল বিজেপি পার্টির তরফে নাকি ১২ ঘণ্টার বনধ ডাকা হয়েছে। রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ আছে, কাল সরকারি-বেসরকারি অফিস, স্কুল খোলা থাকবে। পরিবহণ চালু থাকবে। কেউ যদি জোর করে বনধ করার চেষ্টা করে, তাহলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, জানা গিয়েছে, হিংসার অভিযোগের বিস্তারিত রিপোর্ট চেয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজভবনে হাজির হতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। রবিবার রাজ্যপাল বলেন যে, ‘পুরভোটে প্রশাসন সম্পূর্ণভাবে একটা শিবিরের পক্ষ নিয়েছে। যা দেখলাম, তাতে মনে হচ্ছে এটা কোনও নির্বাচন নয় বরং যুদ্ধ। এই যুদ্ধে প্রশাসনিক কাঠামো, প্রশাসনের আধিকারিকরা পক্ষপাতদুষ্ট। যাদের দায়িত্ব ছিল পরিস্থিতি স্বাভাবিক রাখা, তাঁরা তা রাখতে পারেননি। রাজ্য নির্বাচন কমিশনারকে বলেছি কাল সকাল দশটার আগে ভোটের পরিস্থিতি জানাতে হবে।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *