ভোট প্রচার করলেন এস বি এস টি সির চেয়ারম্যান সুভাষ মন্ডল
TODAYS বাংলা: সোমবার বিকালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার দাঁইহাট পৌরসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করলেন এস বি এস টি সির চেয়ারম্যান সুভাষ মন্ডল। এইদিন ৩নং ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী সমর সাহা ও ৬নং ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী প্রদীপ রায়কে সাথে নিয়ে দাঁইহাটের মা শব শিব মন্দির সহ দাঁইহাটের জগন্নাথ মন্দিরে দর্শন করলেন সুভাষ মন্ডল। এরপাশাপাশি ১নং ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী কার্তিক চন্দ্র সাহা ও ২নং ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী মাধবী রাজোয়ার সমর্থনে ভোট প্রচার করলেন সুভাষ মন্ডল। প্রচারে হাজির হয়েছিল তৃণমূলের কর্মী-সর্মথকরা।
রাহুল রায়,দাঁইহাট