প্রার্থীই পারল না ভোট দিতে
TODAYS বাংলাঃ প্রার্থীই পারল না ভোট দিতে।এই অভিযোগে পূননির্বাচনের দাবীতে নির্বাচনী পর্যবেক্ষকের অফিসে ধর্নায় বসেছেন দুই বিজেপি মহিলা প্রার্থী। এমনই অভিযোগ উঠেছে গঙ্গারামপুর পুরসভার ২ ও ৩ নং ওয়ার্ডে।গঙ্গারামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মনি হালদার ঘোষ অভিযোগ করে বলেন, তিনি বিজেপি প্রার্থী হওয়া স্বত্বেও তাকে ভোট গ্রহন কেন্দ্র থেকে বেড় করে দিয়েছে তৃণমূল কর্মীরা। তাঁকে ভোট দিতেও দেওয়া হয়নি। বিজেপির পোলিং এজেন্টদের মেরে বুথ থেকে বেড় করে দেওয়া হয়েছে। তার দাবি বিজেপির এজেন্টদের বেড় করে দিয়ে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল।২ নম্বর ওয়ার্ডে ভোট বন্ধ করে দিয়ে পূনর্নিবাচনের দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী মনি হালদার ঘোষ।
এই দাবীতেই এদিন পর্যবেক্ষকে ঘেরাও করেন।বিজেপীর দুই প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, গঙ্গারামপুর পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডেই নির্বাচনের নামে প্রহসন হচ্ছে। সকাল থেকে বিজেপির এজেন্টদের মেরে বুথ থেকে বেড় করে দিয়েছে তৃণমূল।বিভিন্ন বুথে ভোট লুট হয়েছে।পুরো পরিস্থিতি দেখে নিয়ে তারা ২,৩ নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে পূনর্নিবাচনের দাবি জানাবেন। যদিও বিজেপির যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী তথা দক্ষিন দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি এমন মিথ্যে অভিযোগ করছে।তার দাবি গঙ্গারামপুর সহ জেলার প্রতিটি পুরসভার নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটদান চলছে।