ভোটের ফলাফল কোথায় কেমন?
TODAY’S বাংলা; রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনের গণনা হচ্ছে । ১০৮ পুরসভার গণনা করা হবে মোট ১০৭টি জায়গায়। গণনাকেন্দ্রগুলিতে নির্বাচন কমিশনের তরফে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে এই কেন্দ্রগুলিতে
প্রত্যেকটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও করোনা নিরাপত্তার বিষয়ে কোনওরকম খামতি থাকছে না গণনা কেন্দ্রের ভিতরে।
গণনাকেন্দ্রের বাইরে প্রথম স্তরে থাকছে লাঠিধারী পুলিস থেকে শুরু করে কমব্যাট ফোর্স। দ্বিতীয় স্তরে প্রবেশ করতে গেলে সঙ্গে শুধুমাত্র সাদা কাগজ ও পেন ছাড়া কিছুই রাখা যাবে না। সংবাদ মাধ্যমের জন্যও আলাদা ব্যবস্থা থাকছে এই দ্বিতীয় বলয়ে। তৃতীয় বলয়ের একপাশে স্ট্রং রুম। এখানে রয়েছে সব ইভিএম। অন্যদিকে তৈরি হয়েছে মূল গণনা কেন্দ্র। এই বলয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের সশস্ত্র পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষ্ণনগর পুরসভায় তৃণমূল ১৬টি, জাতীয় কংগ্রেস ৪টে, নির্দল ৪টে, বিজেপি ১টি আসনে জয়ী। ধুলিয়ান পৌরসভার ২১ টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী ১০টিতে, কংগ্রেস জয়ী ৭টিতে এবং নির্দল জয়ী ৩ আসনে ডানকুনি পুরসভা দখল তৃণমূলের। জঙ্গিপুর পুরসভায় জয়ী তৃনমূল। তাহেরপুর পৌরসভার ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে সিপিআইএম এগিয়ে। তৃণমূল এগিয়ে ৫টি ওয়ার্ডে। মহেশতলা পৌরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৪টি তৃণমূলের দখলে। 8 নম্বর ওয়ার্ড কংগ্রেসের দখল। হাবড়া পুরসভার ২৪ আসনেই জয়ী তৃনমূল। মেদিনীপুর পৌরসভা দখল তৃণমূলের। ২৫টির মধ্যে ২০টিতে জয়ী তৃনমূল। কংগ্রেস ১, সিপিআইএম ৩ এবং নির্দল জিতেছে ১ আসনে।
মধ্যমগ্রাম পুরসভায় ২৮টি আসনের মধ্যে ২৪টি আসনে জয়ী তৃনমূল এবং ২টি আসনে জয়ী সিপিআইএম এবং ২টি আসনে জয়ী ফরওয়ার্ড ব্লক। গয়েশপুর পুরসভা দখল তৃণমূলের। নৈহাটি পুরসভা দখল তৃণমূলের। ৩১টি আসনেই জয়ী তৃনমূল। গোবরডাঙ্গা পৌরসভায় ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে জয়ী তৃণমূল কংগ্রেস, সিপিএমের ১টি, নির্দল ১টি। বহরমপুর পৌরসভা ১৭ টি ওয়ার্ডের জয়ী তৃণমূল কংগ্রেস। কাঁচরাপারায় জয়ী তৃনমূল। বিরোধীশূন্য পুরবোর্ড। দার্জিলিং পুরসভায় হামরো পার্টি জয়ী ১৮ আসনে, বিজিপিএম জয়ী ৮ আসনে, গোর্খা জনমুক্তি মোর্চা জিতেছে ৪টি আসনে এবং তৃনমূল জিতেছে ২টি আসন।বর্ধমান পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। এ পর্যন্ত ৩৫ টির মধ্যে ২১ টি ওয়ার্ডেই জিতেছেন তাদের প্রার্থীর।: কৃষ্ণনগর পুরসভা দখল তৃণমূলের। কামারহাটির ১৬ নম্বর ওয়ার্ডে মদন মিত্রর পুত্রবধুমেঘনা মিত্র ৪৫৭০ ভোটে জয়ী
10.47 am: পুরুলিয়া পুরসভা দখল তৃণমূলের
10.40 am: অশোকনগর কল্যাণগড় পুরসভা দখল তৃণমূলের। ২০টি আসন জিতেছে তৃণমূল, ২তি আসন জিতেছে সিপিআইএম এবং ১টি আসনে জয় কংগ্রেসের
10.39 am: জয়নগর পুরসভায় প্রথমবার জয়ী তৃণমূল। ১২টি আসন তৃণমূলের, ১টি কংগ্রেস এবং ১টি এসইউসিআই
10.37 am: ঘাটাল পৌরসভা ১৭টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, বিরোধী-শূন্য হল ঘাটাল পৌরসভা।
10.36 am: মেদিনীপুর পুরসভায় ৭টি আসনে জয়ী তৃণমূল ১টিতে সিপিআইএম এবং ১টিতে কংগ্রেস জয়ী
10.35 am: রাজপুর সোনারপুর পুরসভার মোট আসন ৩৫ আসনে তৃণমূল জয়ী ৩৩টি আসনে। সিপিএম ১ এবং নির্দল ১।
10.30 am: জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি পৌরসভা তৃণমূলের দখলে
10.29 am: বেলডাঙা পৌরসভা ত্রিশঙ্কু। ১৪টির মধ্যে ৭টিতে তৃণমূল জয়ী , ৪টিতে নির্দল ও ৩টিতে বিজেপি জয়ী
10.25 am: রিষড়া পুরসভা দখল তৃণমূলের
10.24 am: খড়গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী হিরণ
10.23 am: চুঁচুড়া পৌরসভা তৃণমূলের দখলে। ভদ্রেশ্বর পৌরসভায় জয়ী তৃণমূল
10.22 am: কালনা পৌরসভা ১৭ তৃণমূল ও ১ আসনে জয়ী CPI(M)
10.21 am: কাঁথি পুরসভা দখলে রাখল তৃণমূল
10.20 am: ইংরেজবাজার পুরসভা দখল করলো তৃণমূল কংগ্রেস
10.19 am: তৃণমূলের পুনর্দখল হরিণঘাটা পৌরসভা। ১৭ আসনেই জয়ী তৃণমূল
10.14 am: গুসকরা পৌরসভার মোট ১৬টি আসনেই বিজয়ী তৃণমূল কংগ্রেস
10.09 am: বারাসাত পৌরসভা দখল নিল তৃণমূল কংগ্রেস। ৩৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০টি ওয়ার্ড, সিপিআই(এম) ৩টি ওয়ার্ডে জয়ী। এই ওয়ার্ডগুলি হল ১২, ১৭,ও ৩১ নম্বর ওয়ার্ড। নির্দল ২টি আসনে জয়ী। এই আসনগুলি হল ১৮ ও ২৮ নম্বর ওয়ার্ড।
10.08 am: বারাসাত পৌরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩১টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। তিনটি ওয়ার্ডের এগিয়ে বামফ্রন্ট এবং একটি ওয়ার্ডে এগিয়ে নির্দল
10.07 am: ডালখোলা পুরসভায় জয়ী তৃণমূল
10.06 am: মেমারি পৌরসভায় মোট আসন ১৬টি। এরমধ্যে তৃণমূল কংগ্রেস জয়ী ১৫টি ওয়ার্ডে। শুধুমাত্র ৪ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী মিঠু সরকার।
10.02 am: গোটা বীরভূম জেলায় একজনমাত্র বাম প্রার্থী জয়ী। বীরভূমের রামপুরহাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী সঞ্জীব মল্লিক। বীরভূম জেলার মোট পাঁচটি পৌরসভার সবকটি ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস।
10.01 am: কাটোয়া পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে
10 am: মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-আজিমগঞ্জ দখলে তৃণমূলের
9.58 am: আলিপুরদুয়ার পুরসভা দখল তৃণমূলের
9.57 am: তারকেশ্বর পৌরসভা তৃণমূলের দখলে। ১৫টি আসনেই তৃণমূল জয়লাভ করল
9.56 am: গঙ্গারামপুর ১৮টি ওয়ার্ডের সবেতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। বিরোধীশূন্য গঙ্গারামপুর পৌরসভা এর আগের নির্বাচনেও বিরোধীশূন্য ছিল
9.51 am: ডায়মন্ড হারবার পুরসভায় ১৬টি আসনেই জয়ী তৃণমূল
9.48 am: দক্ষিন দমদমের ৩৪টি আসনের মধ্যে ৩২টি আসনে এগিয়ে তৃণমূল
9.47 am: কাঁচরাপাড়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী শুভ্রাংশু রায় জিতেছেন ১৬৭৬ ভোটে
9.46 am: মুর্শিদাবাদ পৌরসভায় ১৬ টির মধ্যে ১০টিতে তৃণমূল জয়ী, ৫টিতে বিজেপি, আর নির্দল একটিতে জয়ী
9.38 am: বারুইপুর পৌরসভার ১৭ আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস
9.36 am: রঘুনাথপুর দখল তৃণমূলের
9.29 am: হরিণঘাটা পৌরসভার মোট ওয়ার্ড সংখ্যা ১৭। এর মধ্যে হরিণঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সৌমিক পাল তৃণমূল জয়ী, ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল জয়ী পিংকি রায় হালদার, ৬ নম্বরে তৃণমূল জয়ী আজিজুল হক , ৮ নং ওয়ার্ডে তৃণমূল জয়ী সঞ্জীব রাম , ১০ নং ওয়ার্ডে তৃণমূল জয়ী দেবাশীষ বসু , ১৩ নং ওয়ার্ডে তৃণমূল জয়ী সুনিতা ভৌমিক সর্দার, ১৬ নং ওয়ার্ডে তৃণমূল জয়ী ঝিমলি চক্রবর্তী
9.28 am: আরামবাগেভোটের ফলাফলের নিরীখে তৃণমূলের প্রার্থীরা এগিয়ে থাকার খবর পাওয়া মাত্রই আনন্দে উল্লাসে মাতোয়ারা তৃণমূলের কর্মীরা। সাতটি ওয়ার্ডে এগিয়ে আছে তৃণমূল। আর তাতেই ব্যান্ড তাসার তালে তালে সবুজ আবির মেখে উল্লাসে ফেটে পড়লেন তারা। কর্মীদের সাথে আনন্দে মাতোয়ারা হলেন বিদায়ী পুর প্রশাসক স্বপন নন্দী ও আরামবাগ জেলা সাংগঠনিক চেয়ারম্যান জয়দেব জানা
9.27 am: মালবাজার পুরসভায় জয়ী তৃণমূল
9.25 am: খড়ার ও ক্ষীরপাই পুরসভা দখল তৃণমূলের
9.24 am: দাঁইহাট পৌরসভার ১৪টি আসনেই জয়ী তৃণমূল: কাঁথি ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের রিণা দাস জয়ী, উত্তর কাঁথির বিজেপি বিধায়ক সুমিতা সিনহা প্রার্থী ছিলেন। ৭৭ ভোটে জয়ী রিণা দাস। ধুলিয়ানের ৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলঝাড়গ্রাম পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে প্রথম রাউন্ড গণনার শেষে তৃণমূল ১৫টি ওয়ার্ডে এগিয়ে, ১টি ওর্য়াডে বামপ্রার্থী আর ২টি ওর্য়াডে নির্দল এগিয়েকান্দি পৌরসভা দখলের পথে তৃণমূল। কন্দিতে ১৮টির মধ্যে কান্দিতে ৮টিতে জয়ী তৃণমূল, নির্দল একটিতে জয়ী: গঙ্গারামপুরে পুরবোর্ড দখল তৃণমূলের: বীরভূমের ৫টি পুরসভাই তৃণমূলের দখলে ঝাড়গ্রাম পুরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে প্রথম রাউন্ড গণনার শেষে তৃণমূল ১৫টি ওয়ার্ডে এগিয়ে, ২টি ওর্য়াডে সিপিআই আর একটি ওর্য়াডে নির্দল এগিয়ে।বজবজের দুটি ওয়ার্ডে জয়লাভ করে তৃণমূল অর্থাত্ বিরোধীশূন্য বজবজ পৌরসভা ২০টি ওয়ার্ড মাথাভাঙ্গা পুরসভায় ১২টির মধ্যে ১২টি আসনই দখল করল তৃণমূল: রঘুনাথপুর পুরসভা দখল তৃণমূলের
: বারাসাত পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ১১, ১৩, ও ১৪ তৃণমূল কংগ্রেসের এগিয়ে ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে সিপিআইএম। মেখলিগঞ্জ পুরসভার ৯ এর মধ্যে ৯ টি আসনেই জিতল তৃণমূল। হলদিবাড়ি পুরসভার ১১ এর মধ্যে ১১ টিতেই জিতল তৃণমূল। কালনা পৌরসভায় দুই নম্বর ওয়ার্ডে ১৭৫ ভোটে জয়ী CPIM-এর শর্মিষ্ঠা নাগ সাহা। : কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রবিন্দ্রনাথ ঘোস। উত্তরপারায় ১টি ওয়ার্ডে জয়ী সিপিআই(এম। কৃষ্ণনগর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী অসিত সাহা, ২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী নুপুর সাহা জয়ী এবং ৩ নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী মিলন ঘোষ জয়ী
সোনামুখী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল জয়ী। গুসকরা পৌরসভার ২ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুলাল হেব্ররম, ৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের শিপ্রা চৌধুরী ও ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যমুনা শিকারী জয়ী। জলপাইগুড়ি পুরসভার এক নম্বর এবং দুই নম্বরে তৃণমূল প্রার্থী জয়ী: ঘাটালের খড়ার পৌরসভা ১ ও ২ নম্বর ওয়ার্ড তৃণমূলের দখলে। ৪ নম্বর ওয়ার্ড বিজেপির দখলে। রামপুরহাট পৌরসভার ১৩টি ওয়ার্ডে ভোট হয়েছে তারমধ্যে ২ টি তে বিরোধীরা এগিয়ে বাকি সব তৃণমল। একটি কংগ্রেস আর একটি বিজেপি। ১০৮ টি পুরসভার মধ্যে ইতিমধ্যেই ৭ পুরসভায় জয়ী তৃণমূল।রামপুরহাট, মেখলিগঞ্জ এবং বোলপুর পুরসভা তৃণমূলের দখলে। মুর্শিদাবাদ পৌরসভার ১২ ও ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি। তুফানগঞ্জ পুরসভার তিনটি ওয়ার্ডের ফল ঘোষণা। তিনটি ওয়ার্ডেই জয়ী তৃণমূল। বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মুর্শিদাবাদ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী। কান্দি পৌরসভার ২ নম্বর ও ৩ ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। ডালখোলায় ৩ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী সুজনা দাস। ডালখোলায়১ নম্বর ওয়ার্ডে জয়ী প্রার্থী আলি হাসান জয়ী। ডালখোলায়২ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী শ্যামলী দাস অধিকারী
৪ নম্বর ওয়ার্ডে বিজেপি জয়ী। তৃনমুলের ভাইস চেয়ারম্যান দীপা সরকারকে হারিয়েছে বিজেপির সুশান্ত সাহা। ১৫টির মধ্যে ৪টি ওয়ার্ডে জয়ী তৃনমুল। জয়ী বিদায় চেয়ারম্যান স্বপন সাহা। কোচবিহার ১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃনমুল কংগ্রেস। সিউড়ি পৌরসভার ২, ৪, ১১,১২ ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এগিয়ে। ২ নম্বর ওয়ার্ডে ১২৪৪ ভোটে লিড তৃণমূল কংগ্রেসের। গঙ্গারামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ৭৫২ ভোটে লিড তৃণমূল কংগ্রেসের। মুর্শিদাবাদ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী। কান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। ডালখোলা মিউনিসিপ্যালিটি ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল।bকালিয়াগঞ্জে ১ নম্বর ওয়ার্ডে ১ম রাউন্ড গননার পর এগিয়ে তৃণমূল কংগ্রস। কোচবিহার ২ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী উজ্জ্বল তর। ভোটগণনা প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন যে প্রত্যাশা রয়েছে কিন্তু যে রেজাল্ট হওয়ার কথা ছিল সেটা হবে না। ভয়ের পরিবেশে নির্বাচন হয়েছে তাই যা রেজাল্ট হওয়ার ছিল তা হবে না বলেই জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন যে বাংলায় রাজনৈতিক হিংসা, ভোট লুট সিপিএম আমলে হত এবং মানুষ তাদের বিদায় দিয়েছে এরপরে মানুষই সিদ্ধান্ত নেবে। মাথাভাঙ্গায় ১২ টি ওয়ার্ডের মধ্যে ৩ টি আসনে জয়ী তৃনমুল কংগ্রেস: কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হতে চলেছে কালনা পৌরসভা নির্বাচনের গণনা। কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ে শুরু হবে গণনা। রাজনৈতিক সংঘর্ষ আটকাতে গোটা স্কুল চত্বরে ঘিরে ফেলেছে কালনা থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা বজ বজ পৌরসভা ও মহেশতলা পৌরসভার ভোট গণনার প্রস্তুতি চলছে সকাল থেকেই। কড়া নিরাপত্তায় গণনা কেন্দ্র ঘিরে ফেলেছে জেলা পুলিস।
বালুরঘাট হাই স্কুল বালুঘাট পৌরসভার ভোট গণনা হবে। অন্যদিকে জেলার আরো একটি পৌরসভা গঙ্গারামপুরের ভোট গণনা শুরু হবে গঙ্গারামপুর স্টেডিয়ামে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে গণনা কেন্দ্রের বাইরে ও ভিতরে। ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে স্কুলে আসার সমস্ত রাস্তা। সকাল থেকেই গননা কেন্দ্রের আশেপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। উপস্থিত রয়েছেন জেলার পুলিশ আধিকারিকরা। জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পুরসভা গণনা কেন্দ্র পিডি ওমেন্স কলেজ। মালবাজার পুরসভার কাউন্টিং হবে মাল আদর্শ বিদ্যাভবনে ত্রিস্তরীয় নিরাপত্তা মধ্য দিয়ে শুরু হতে চলেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভোট গণনা। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে মোট আটটি পৌরসভার ভোট গণনা হবে বাকিগুলি হবে গুরু নানক ডেন্টাল কলেজ এবং এপিসি কলেজে। গণনা কেন্দ্রে ইতিমধ্যেই বিভিন্ন দলের কর্মীরা এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন যারা ভোট গণনা করবে তারাও। বর্ধমান পৌরসভার ভোট গণনা করা হবে ইউআইটি কলেজে। সকাল থেকেই গণনার প্রস্তুতি চলছে জোরকদমে। পুলিশ মোতায়েন করা হয়েছে কলেজে বাইরে ও ভিতরে। পাশাপাশি জেলার মেমারি ও গুসকরা পৌরসভার গণনা কেন্দ্রগুলিতেও প্রস্তুতি তুঙ্গে। মালবাজার পুরসভার কাউন্টিং শুরু হবে মাল আদর্শ বিদ্যাভবনে। তার প্রস্তুতি চলছে। রাস্তাঘাট থেকে কাউন্টিং হল পর্যন্ত সব জায়গায় কড়া পুলিশি প্রহড়া রয়েছে। কাউন্টিং হলের বাইরে সব দলের কর্মিরা আসতে শুরু করেছেন। চলে এসেছে প্রার্থীরাও। মোট ৭ টি টেবিলে মালবাজার পুরসভার ১৫ টি ওয়ার্ডের কাউন্টিং হবে ৪ রাউন্ডে। মোট প্রার্থীদের মধ্যে ২,২৫৮ টিএমসির, ২,০২১ জন বিজেপি, ১,৫৮৮ জন সিপিআই (এম), কংগ্রেসের ৯৬৫, ৮৪৩ জন নির্দল, ১১৭ ফরোয়ার্ড ব্লক, ৭৬ জন আরএসপি, ৩০ জন বিএসপি, ৯৯ জন সিপিআই, ২জন এনসিপি এবং অন্যান্য ১৫৮ জন প্রার্থী। মোট ১০৩টি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হয়নি কারণ টিএমসি এই আসনগুলির বেশিরভাগই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। ৭৮ শতাংশের বেশি ভোটদান হয়েছে এবং ‘খুব শান্তিপূর্ণ’ ভোট হয়েছে বলে উল্লেখ্য করেছেন ডিরেক্টর-জেনারেল অফ পুলিশ মনোজ মালভিয়া। যদিও বিরোধী দলগুলি তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলেছে