ফেব্রুয়ারিতে হবে নির্বাচন তবে কোন অঞ্চলে জেনে নিন!
TODAYS বাংলাঃ বৃহস্পতিবারই জারি হয়েছে বিজ্ঞপ্তি। কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। উত্তর ২৪ পরগনায় সবথেকে বেশি পুরসভায় ভোট হবে। এই জেলায় ভোটগ্রহণ হবে ২৫টি পুরসভায়। তালিকায় উপরদিকে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলিও। একনজরে কোন জেলার কোন কোন পুরসভায় ভোট.
রাজ্য নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ, আগামী ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে সকাল ৭ থেকে বিকেল ৫টা পর্যন্ত। আজ (ত ফেব্রুয়ারি ২০২০) থেকেই শুরু মনোনয়ন জমার কাজ, যা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। স্ক্রুটিনি হবে ১০ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহরের শেষ দিন। ভোটের গণমার দিন ঘোষণা না করা হলেও ৮ মার্চের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে।