সবজি ক্ষেত থেকে দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
TODAYS বাংলা: রবিবার সকালে বৈকন্ঠপুর বনবিভাগের মহারাজ ঘাট এলাকার লাউ ক্ষেতে একটি পূর্ন বয়স্ক পুরুষ দাঁতাল হাতির মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।তারা খবর পাঠিয়ে দেন বনদপ্তরে।

হাতিটির মৃতদেহের পাশে পড়ে ছিল ব্যাগ বোঝাই রাসায়নিক সার। আর এতেই স্থানীয় বাসিন্দাদের অনুমান হাতিটি হয়ত এই রাসায়নিক সার খেয়ে মারা গেছে।

এরপর তারা খবর দেন বেলাকোবা রেঞ্জ অফিসে। খবর পেয়ে ঘটনাস্থলে টিম নিয়ে যান রেঞ্জ অফিসার। আসেন বনাধিকারিক মঞ্জুলা তিরকে।

স্থানীয় বাসিন্দা উত্তম রায় জানান সকাল ন’টা নাগাদ আমি খবর পেয়ে এখানে এসে দেখি একটি দাঁতাল হাতি মরে পড়ে আছে। তার মৃতদেহের পাশে পড়ে আছে ব্যাগ বোঝাই রাসায়নিক সার।

আমাদের ধারনা এই সার খেয়ে হাতিটি মারা যেতে পারে। নয়তো হার্ট এট্যাকে ও মারা যেতে পারে । এর আগেও এই এলাকায় বিদ্যুৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি মারা গেছে। সেই সময় কয়েকজনকে গ্রেফতার করেছিল বনদপ্তর।
এডিএফও মঞ্জুলা তিরকে জানিয়েছেন খবর পেয়ে আমরা এসেছি। দেখলাম এটি একটি পূর্ন বয়স্ক পুরুষ দাঁতাল হাতি। তবে কি কারনে মারা গেছে তার জন্য ময়নাতদন্ত হবে,এদিকে হাতিটির মৃত্যু নিয়ে যথেষ্ট ক্ষুদ্ব ওই এলাকার বাসিন্দারাই।তাদের অভিযোগ এইভাবে খাবার না পেয়ে পেয়ে বহু পশু এলাকার বাইরে চলে আসছে,না হয় তারা রেললাইনে চাপা পড়ছে না হলে তারা এলাকার বাসিন্দাদের তাড়া খেয়ে এলাকা ছেড়ে ভয়ে পালাতে গিয়ে মারা পড়ছে।বনদপ্তরের উচিত এইভাবে পশুগুলি যাতে জঙ্গল ছেড়ে বেরিয়ে না আসে তা দেখবার ব্যাবস্থা করে রাখা যাতে এইসব পশুগুলি বেঘোরে না মারা যায়।