ইংরেজবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পৌরসভা ভোট প্রচারের তুমুল গেরুয়া ঝড় তুললেন বিজেপি প্রার্থী মধুমিতা স্বর্ণকার
TODAYS বাংলাঃ ইংরেজবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের পৌরসভা ভোট প্রচারের তুমুল গেরুয়া ঝড় তুললেন বিজেপি প্রার্থী মধুমিতা স্বর্ণকার। মঙ্গলবার দুপুরে এগারো নাম্বার ওয়ার্ডের চুরিপট্টি BS রোড এলাকার বিভিন্ন গোলি দোকান এবং বাড়িতে বাড়িতে ভোটের প্রচার করলেন সাধারণ মানুষের সঙ্গে মিশে। পার্থী মধুমিতা স্বর্ণকার জানান প্রচারে বেরিয়ে বিপুল সাড়া পাচ্ছি সাধারণ মানুষের এবং সারা বছরই আমি সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকি যতটা পারি সাহায্য করে চলেছি সাধারণ মানুষকে সারা বছর ধরেই।
১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন সময় সেই ওয়ার্ডের কাউন্সিলর এর কাছে দরকারে তার কাছে গেলে সেখান থেকে সহযোগিতা পেয়ে ঘুরে আসতে হয়। এবং সেখানকার সমস্যা ড্রেন এবং পানীয় জলের। সারাবছর প্রার্থী মধুমিতাকে কাছে পেয়ে সেই এলাকার বাসিন্দাদের দাবি বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সাধারণ মানুষের উপকারে কাজ করে যাবে। এবং সেখানকার মানুষ কি বলছে সেটা সরাসরি শুনুন।