অভাবের মধ্যেও ছেলের মাধ্যমিকে বাজিমাত
TODAYS বাংলা: বাবা সামান্য বেতনে বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করেন,মা একজন গৃহবধু তাদের ছেলে সুজিৎ দেব এবারে মাধ্যমিকে 502নং পেয়েছে।সুজিৎ এবারে মাধ্যমিকে সর্বোচ্চ নং পেয়েছে অঙ্কে।বাবা বিকাশ দেব সেবক রোডের একটি ব্যাটারির দোকানে কর্মরত, মা রত্না দেব একজন গৃহবধু। তার মা জানিয়েছেন ছোটবেলা থেকেই প্রচণ্ড মেধাবী তাদের সন্তান। টাকা পয়সার অসুবিধার জন্য ঠিকমত তাদের ছেলেকে ঠিকমত খাওয়া দাওয়া করাতে পারেন নি,অবশ্য তা নিয়ে তাদের ছেলের কোন অভিযোগ নেই। সে জানিয়েছে সমস্যা থাকবেই,এবং তা কাটিয়ে উঠতে হবে।সুজিৎ পড়াশোনা ছাড়াও খেতে ভালবাসে।

ঘরে তার প্রিয় বন্ধু সদ্য বিবাহিতা বৌদি।সুজিৎ জানিয়েছে তার সমস্ত হাতখরচ তার বৌদি যোগায়।দাদা সঞ্জীব দেব একজন এল আই সির এজেন্ট।তাই টানাটানির সংসারে তাদের পরিবারের ছোট ছেলের সাফল্য মুখে হাসি এনে দিয়েছে জানালেন বৌদি সঞ্চিতা দেব।সুজিত জানায় সে বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চায়।তার পছন্দের খেলা ক্রিকেট এবং টেনিস।সে নাদাল এবং রোহিত শর্মার ভক্ত।সে চিকেন এবং মমো খেতে ভালবাসে।সে জানিয়েছে তরাই ইষ্কুলের শিক্ষক এবং তার বাবা মা এবং তার পরিবারের সহযোগীতা না পেলে সে এতটা ভালো ফলাফল করতে পারত না।