সভাপতি অসিত মাইতি নেতৃত্বে রাজনগর শ্রীনাথ গ্রাম বানীবিদ্যা পিঠ স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের মাক্স পেন ও একটি কোরে জলের বোতল তুলে দেন
TODAYS বাংলাঃ আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। জানা গেছে পরীক্ষা শুরু হবে সকাল বেলা ১২টা। তবে পড়ুয়াদের প্রথম দিন ১১ টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে ঢুকে যেতে হবে। ১৫ মিনিটে আগেই প্রশ্নপত্র দেওয়া হবে। দ্বিতীয় দিন থেকে ১১ টা ১৫ মিনিটে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা চলবে দুপুর তিনটে পর্যন্ত। অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন ছাড়া পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না পড়ুয়ারা। বুধাখালী অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস এর কৰ্যকারি সভাপতি অসিত মাইতি নেতৃত্বে রাজনগর শ্রীনাথ গ্রাম বানীবিদ্যা পিঠ স্কুলে আশা ভিভিন্ন স্কুলের মাধ্যমিক পরিক্ষাৰ্থি দের মাক্স পেন ও একটি কোরে জলের বতল তুলে দেন সকল যুব ভায়েদের সঙ্গে নিয়ে ।








তার এই প্রয়াস বেশ প্রশংসনীয় করোনার পরে এই প্রথম পরীক্ষা শুরু হয়েছে অফলাইনে তাই বেশ সংশয়ের মধ্যে রয়েছে পরীক্ষার্থীরা। তাই তাদের সাহস দিতে গিয়ে সভাপতি অসিত মাইতি নেতৃত্বে রাজনগর শ্রীনাথ গ্রাম বানীবিদ্যা পিঠ স্কুলে এই প্রয়াস করা হয়। এবারে প্রশ্নফাঁস রুখতে পরীক্ষার্থীদের শৌচালয়ে যাওয়া নিয়েও নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। জানিয়ে দেওয়া হয়, পরীক্ষা শুরুর প্রথম এক ঘণ্টা ১৫ মিনিট শৌচালয়ে যেতে পারবে না পরীক্ষার্থীরা। দুপুর ১.১৫ মিনিটের আগে হল থেকে কেউ বাইরে যাওয়ার অনুমতি পাবে না। এর আগে বাথরুম বা অন্য কারণে হলের বাইরে যাওয়ার অনুমতি মিলত ৪৫ মিনিট পরে।