A World Of Women Organization এর পক্ষ হস্তশিল্পের প্রদর্শনী
TODAYS বাংলা: A World Of Women Organization এর পক্ষ থেকে ৮ এপ্রিল একটি হস্তশিল্পের পর্দশনীর ব্যাবস্থা করা হয়েছে। ৮-১০ এপ্রিল , ১২ -৯ টা পর্যন্ত চলবে এই হস্তশিল্পের পর্দশনী।

শুধু পর্দশনী না এখানে রয়েছে কেনারও সুযোগ। আর সাথে সাথেই প্রত্যেকটি কেনাকাটার ওপরে থাকছে স্পেশ্যাল ডিসকাউন্ট। এই হস্তশিল্পের পর্দশনীর সব থেকে আর্কষনীয় ব্যাপার হল পুরো পর্দশনীর মেয়ে দ্বারা পরিচালিত।

শুধু তাই নয় যে গ্ৰুপের তরফ থেকে এই পর্দশনীর ব্যাবস্থা করা হয়েছে সেটিও সম্পূর্ণ মেয়েদের দ্বারা পরিচালিত। A World Of Women Organization এর কর্ণাধার হলেন মহুয়া চ্যার্টাজী ঘোষ। নারী শক্তিকে সমাজের সামনে তুলে ধরাই হল তাদের মূল উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যেই এই পর্দশনী।

যেখানে থাকছে ৬০ টি স্টল, যেখানে থাকছে হাতের তৈরী বিভিন্ন ধরনের আর্কষনীয় সব জিনিস যেমন- গয়না, কেক, ক্যুকিজ, চকলেট, সুস্বাদু রান্না, সেলাই শেখানো, ব্যুটিকের কাজ, ডিজাইনার পেইন্টিং, সফট টয় বানানো, অর্গ্যানিক সাবান ইত্যাদি।

লেকটাউন নব যুবক সঙ্ঘ, (১ নম্বর লেক), গোপালজীউর মন্দিরের ঠিক বিপরীতে, তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই পর্দশনী। অবশ্যই এখানে আসুন এবং এই প্রচেষ্টা কে সাফল্যমন্ডিত করে তুলুন।