ভুয়ো আইএস-এর পর এবার আটক ভুয়ো সাংবাদিক
TODAYS বাংলাঃ নকলের দুনিয়ায় সমস্তই যখন হচ্ছে নকল তাহলে মানুষ কেন বাদ যাবে সেই ভেজালের হাত থেকে? আর মানুষ ভেজালের প্রমান আমরা আগেও পেয়েছি যেমন ভুয়ো ভ্যাকসিন ভুয়ো আইএস , তেমন এবারেও মন্দির নগরী উদয়পুরে ভুয়ো সাংবাদিক আটক। ঘটনার বিবরণে জানা যায়, রাধাকিশোরপুর থানার পুলিশ মাস্ক বিরোধী অভিযানে নেমে রাকেশ বৈষ্ণব নামে এক ভুয়ো সাংবাদিককে আটক করেন।রাকেশ বৈষ্ণব নিজেকে এক জন সাংবাদিক পরিচয় দিয়ে কর্মরত থাকা রাধাকিশোরপুর থানার সাব ইন্সপেক্টর দেবব্রত সিনহা এবং সাব ইন্সপেক্টর বকুল জয় রিয়াং- এর সাথে দুর্ব্যবহারে লিপ্ত হয়ে পড়ে।
রাকেশ বৈষ্ণব নিজেকে সাংবাদিক বলে জাহির করলেও কিন্তু কোন সংবাদ মাধ্যমের প্রমানপত্র দিতে পারেনি। পরবর্তীতে উদয়পুর মহকুমার কর্মরত সাংবাদিকদের থানা থেকে খবর দিলে কর্মরত সাংবাদিকরা থানায় এসে রাধাকিশোরপুর থানার সাব ইন্সপেক্টর দেবব্রত সিনহাকে বলে দেন রাকেশ বৈষ্ণব কোন সংবাদমাধ্যমের সাথে যুক্ত নয়।পরবর্তীতে পুলিশ ভুয়ো সাংবাদিক রাকেশ বৈষ্ণবকে আটক করে থানায় নিয়ে আসেন। রাকেশ বৈষ্ণব বতমানে থানার হেফাজতে রয়েছে বলে জানান রাধা কিশোরপুর থানার সাব ইন্সপেক্টর দেবব্রত সিনহা।