April 20, 2025 | Sunday | 5:59 AM

স্কার্ট-এর সাতকাহন

0

অর্পিতা মাইতি

নিজস্ব সংবাদদাতাঃ ফ্যাশন প্রিয় মেয়েদের কাছে স্কার্ট এখন পছন্দের পোশাক। পার্টিতে বা বাড়িতে কিংবা অফিসে যেকোনো জায়গাতেই আপনাকে স্কার্টে দারুণ মানাবে। কোথায় কোন ধরনের স্কার্ট পরতে হবে সে বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। নইলে ফ্যাশন দেখাতে গিয়ে হয়তো বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে যেতে পারেন। তাই জেনে নিন কোথায় কেমন স্কার্ট আপনাকে আকর্ষণীয় এবং রুচিশীল করে তুলবে-

অফিসে পরার জন্য আদর্শ পেনসিল স্কার্ট৷ হালকা, গাঢ় আর নিউট্রাল রঙের পেনসিল স্কার্ট কিনুন৷ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বা ফিল্ম দেখতে যাওয়ার জন্য আদর্শ মিডি স্কার্ট৷ একটা প্রিন্টেড সামার স্কার্ট রাখতে পারেন – হালকা মেটিরিয়ালের ফ্লার্টি স্কার্টটি পরে ছুটির দিনে দিব্যি বেরোতে পারবেন৷ আর অতি অবশ্যই রাখুন ডেনিম স্কার্ট৷ যাঁদের অফিসে ড্রেস কোড মেনে চলার ব্যাপার আছে, তাঁরা উইকএন্ডে ডেনিম স্কার্ট পরতে পারেন৷

লেস বা ফ্রিল দেওয়া স্কার্ট তুলে ধরবে আপনার কোমল, ফেমিনিন স্টাইল৷ যাঁরা একটু বেশি অ্যাভেঞ্চারাস, তাঁরা পরতে পারেন চামড়ার স্কার্ট৷ খুব স্পোর্টি হলে পরুন ডেনিমের শর্ট স্কার্ট৷ অফিসে পরে যাওয়ার ক্ষেত্রে মিডি স্কার্ট সবচেয়ে ভালো৷ যে কোনও ফরমাল অনুষ্ঠানের জন্যই বাছুন হাঁটু ঝুল স্কার্ট৷ লং স্কার্ট পরে কোনও অনুষ্ঠানে গেলে খুব স্টাইলিশ লাগবে৷

কোন ধরনের টপ পরবেন সঙ্গে: স্কার্টের পাশাপাশি আপনার টপ বা ব্লাউজ়ের ভান্ডারও সমৃদ্ধ করে তোলা দরকার৷ কিছু ক্যাজ়ুয়াল টি শার্ট আর ব্লাউজ় কিনুন৷ সেই সঙ্গে রাখুন কয়েকটি বেসিক রঙের ট্যাঙ্ক টপ৷ স্টাইলিশ ভি নেক ব্লাউজ়ও রাখতে পারেন৷ সাদা ড্রেস শার্ট, ডেনিম শার্ট আর সলিড কালারের অফ শোল্ডার টপও খুব কাজে আসে৷

জুতো: কালো পাম্প, স্টিলেটো, ন্যুড ওয়েজ হিল, স্ট্র্যাপি স্যান্ডাল, কেডস, ফ্ল্যাট পাম্পস, গোড়ালি পর্যন্ত ঢাকা বুট নিশ্চয়ই আছে আপনার আলমারিতে? তা হলে চিন্তা নেই, ঘুরিয়ে-ফিরিয়ে এগুলি দিয়েই নানা ধরনের স্কার্টের স্টাইলিং করতে পারবেন৷

গয়না: নানা স্টাইলের কানের ও গলার অলঙ্কার রাখুন সংগ্রহে৷ চোকার, লম্বা মুক্তোর হার, সুতোর তৈরি গয়না মিক্স অ্যান্ড ম্যাচ করে পরলে নানা ইন্টারেস্টিং লুক তৈরি হবে৷ অফিসে ছোট্ট একটা পেনডেন্ট বা কানের দুল পরতে পারেন, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য আদর্শ হচ্ছে জাঙ্ক জুয়েলারি৷ আর ডেটে যাওয়ার দিন অবশ্যই পরুন মুক্তোর গয়না৷ সঙ্গে কয়েকটি ওভারসাইজ়ড এবং সূক্ষ্ম কারুকাজ করা ঘড়িও রাখা উচিত৷ মিলিয়ে-মিশিয়ে পরলে নানা ধরনের স্টাইল স্টেটমেন্ট তৈরি হবে৷
এবারে কিভাবে বুঝবেন কোন স্কার্ট পড়তে হবে?
• গাঢ় রঙের স্কার্ট হালকা রঙের টপ বা টি-শার্টের সঙ্গে পরলে দেখতে লাগে
• বাইরে পরার জন্য বৃষ্টির সময়ে একরঙা না কিনে প্রিন্টের স্কার্ট কিনতে পারেন
• সুতি, সিল্ক বা লিলেন কাপড়ের স্কার্ট বেশি আরামদায়ক
• স্কার্টের ফিটিংসটা ভালো করে দেখে নিন
• খুব বেশি লম্বা বা ছোট না হয়, খেয়াল করুন
• স্কার্টের কাপড় একটু ভারী দেখে কিনুন, যেন পা না দেখা যায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *