ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন চমক !
TODAYS বাংলাঃ ফ্যাশন এই শব্দটির সাথে যেন পূর্ব পরিচিত আর এই ফ্যাশনের সাথে জরিয়ে রয়েছে সমগ্র বিশ্ব। তাই এত কিছু করার পর আমরা সকলেই ঠিক একই বিন্দুতেই এসে মিলিত হই। প্রত্যেকেরই একটি সুপ্ত বাসনা থাকে এবং বাস্তবায়িত করতে অনেকেই সক্ষম হয় আবার অনেকেই নয়।
ফ্রেবুয়ারী তে আসতে চলছে ফ্যাসান ওয়ার্ল্ডের নতুন চমক র্যাম্প অফ দ্যা গ্ল্যাম। ফ্যাসান ওয়ার্ল্ডে একেবারে নতুন দৃশ্য। একেবারে নিউ কর্মাসদের নিয়েই শতাব্দী রায় ও কবিতা জেশওয়াল শুরু করছে তাদের এই র্যাম্প শো। র্যাম্প শো এর ফাইনেল ফিনালের আগে ২৯ জানুয়ারি র্যাম্প অফ দ্যা গ্লামের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্যাশান ওয়ার্ল্ডের সুনামধন্য মানুষেরা।