অবশেষে রমা বাগের স্বপ্নপূরণ TODAYS বাংলার হাত ধরে
Todays বাংলা; পূর্বা রায়: অভিনেত্রী হওয়ার স্বপ্নকে পূরণ করতে ঘুরেছেন তিলোত্তমা শহরের নানা জায়গায়, হতাশও হতে হয়েছে বহুবার। তবুও সেই হতাশা কমাতে পারেনি মনের একটুকুও জোর।


অদম্য ইচ্ছাশক্তি কে নিয়েই এই প্রথমবার রমা বাগ মডেলিংয়ে ডেবিউ করতে চলেছেন TODAYS বাংলা -র সুবাদে।

পরিবারের সবার সম্পূর্ণ সমর্থনে এগিয়ে নিয়ে যেতে চান রমা তার নতুন সত্তাকে আগামীর দিকে।

কলকাতায় পছন্দের একটি জায়গা প্রশ্ন করলে? উত্তরে নবীন মডেল হাওড়াকে পছন্দের জায়গা বলে সম্বোধন করলেন।

জীবনের নতুন অধ্যায় এর জন্য নবীন মডেল রমা বাগকে TODAYS বাংলা -র পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।
