মেডিকেল কলেজে ভর্তির নামে আর্থিক প্রতারণার অভিযোগ ডাক্তারির তালিকায় নাম না ওঠা পড়ুয়ার
TODAYS বাংলা: মেডিকেল কলেজে ভর্তির নামে আর্থিক প্রতারণার অভিযোগ ডাক্তারির তালিকায় নাম না ওঠা পড়ুয়ার। বিহারের কিষাণগঞ্জের একটি মেডিকেল কলেজের ঘটনা।ঐ পড়ুয়া অভিযোগ দায়ের করার পর তদন্তে নামে কলকাতার লালগোলা সাইবার দল। নানান কাঠখড় পুড়িয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মদতে অবশেষে শিলিগুড়ির মিলনপল্লী থেকে অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করল তদন্তকারী সাইবার টিম।

ডাক্তারি তালিকায় নাম নেই, ঘুরপথে মেডিকেল কলেজে ভর্তি হতে গিয়ে প্রতারণার শিকার হয় কলকাতার এক পড়ুয়া। বিহারের কিষাণগঞ্জের একটি মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঐ পড়ুয়ার। অভিযোগ, কলকাতার এক পড়ুয়াকে বিহারের কিষাণগঞ্জের একটি মেডিকেল কলেজে ভর্তি করানোর নামে ৩ লাখ টাকা নিয়েছিল সুমন্ত গুপ্তা নামে এক ব্যক্তি।তাকে গ্রেপ্তার করে পুলিশ আজ সকালে।