কসবার বোসপুকুরে চারতলা বাড়িতে আগুন
TODAYS বাংলা: কসবার বোসপুকুরে চারতলা বাড়িতে আগুন । বেলা সাড়ে ১২টা নাগাদ তিনতলায় একটি সংস্থার অফিসে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন। বহুতলের উপরের তলায় একটি পার্লার রয়েছে। ছাদে আটকে পড়েছিলেন সেই পার্লারের তিন কর্মী। তাঁদের উদ্ধার করেছেন দমকলের কর্মীরা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।