কোন কারন ছাড়াই বাড়িতে জ্বলে উঠছে আগুন, এলাকায় আতঙ্কে পরিবারেরা
মালদা, বিশ্বজিৎ মন্ডল:
কোন উৎস ছাড়াই বাড়িতে হঠাৎ হঠাৎ করে জ্বলে উঠছে আগুন। বিশেষ করে আগুন ধরছে জামা-কাপড়, বিছানা পত্রে। এমনই অদ্ভুত ঘটনার জেরে গত বেশ কিছুদিন ধরে আতঙ্কে দিন কাটছে মালদার কালিয়াচক–২নং ব্লকের বাঙ্গীটোলার গোঁসাই হাট এলাকার হাজারিটোলার এক পরিবারের। জানা যায় গত শুক্রবার থেকে মোথাবাড়ি থানার গোসাইহাট এলাকার বাসিন্দা ইসমাইল সেখ নামে এই পরিবারে কোন কারন ছাড়াই হঠাৎ করে জ্বলে উঠছে আগুন। সে আবার পরিবার লোকদের কাছে জ্বলেউঠে না। বাড়ি পরিজনদের আড়ালেই চলে যাচ্ছে জামাকাপড় বিছানা। আর এই নিয়েই হতবাক পরিবারের লোকদের সাথে এলাকাবাসী ও। তবে এই ঘটনা নিয়ে এলাকাবাসীরা রাজ্য সরকারের কাছে দাবি করছেন যে কি করে এই অদ্ভুত ঘটনা ঘটছে? তবে এই নিয়ে পরিবারের লোক ইসমাইল শেখ দাবি করে বলেন এই ঘটনা ঘটলে গায়ের মধ্যে কি পোশাক পড়ে থাকবো কি করে। সব কাপড়ে তো আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আবার জামা কাপড় ছাড়া অন্য কোন কিছুতে আগুন লাগে না। এই ঘটনা নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। তাই তিনি সরকারের কাছে দাবি জানাচ্ছেন কিছু সাহায্য, আর এই ঘটনার তদন্ত করে দেখা উচিত।
মালদা থেকে বিশ্বজিৎ মন্ডল এর রিপোর্ট